#কলকাতা: করোনা ও লকডাউন এর জেরে দেশ তথা রাজ্যের অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চাকরিতে যোগদানের সময় সীমা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিবপুর আইআইইএসটি র পড়ুয়াদের দু'মাসেরও বেশি পিছিয়ে যেতে চলেছে চাকরিতে যোগদানের সময়সীমা। শুধু তাই নয় শেষ সেমিস্টারের পড়ুয়াদের চাকরিতে নেওয়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলি ইন্টারভিউ নিতে আসবে নাকি তা নিয়েও উৎকণ্ঠায় কর্তৃপক্ষ। মূলত জুন মাসের মধ্যেই ছাত্র-ছাত্রীদের চাকরিতে যোগদানের সময়সীমা প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা এবং লকডাউন জেরে তা পিছিয়ে গিয়ে জুলাই মাসের শেষ বা অগাস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। বৃহস্পতিবারই নয়া একাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠকে বসে শিবপুর আইআইইএসটি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারের বৈঠকে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয় পরিবর্তিত একাডেমিক ক্যালেন্ডার এ গরমের ছুটির পর তিন সপ্তাহ ক্লাস করার প্রসঙ্গ রাখা হয়েছে। এ প্রসঙ্গে শিবপুর আই আইআইইএসটি র রেজিস্টার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন "বৃহস্পতিবারের বৈঠকে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসে ১৫ ই এপ্রিল থেকে ৩১ শে মে পর্যন্ত করা হয়েছে। তবে সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার সময়সীমা অনেকটাই পিছিয়ে গেছে। তার জেরে অবশ্যই ছাত্র-ছাত্রীদের চাকরিতে যোগদানে সময় অনেকটাই পিছিয়ে যাবে"।
দেশ জুড়ে ক্রমশই ভয়াবহ পরিস্থিতি নিচ্ছে করোনা সংক্রমণ। গত কয়েক দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনাভাইরাস এ সংক্রমনের সংখ্যা।বর্তমানে কোন ভাইরাসের সংক্রমণ গোষ্ঠী সংক্রমণে ছড়িয়ে পড়েছে নাকি তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। তবে বিশ্ব তথা দেশের অর্থনীতিতে করোনা ইতিমধ্যেই তার প্রভাব ফেলতে শুরু করেছে। সব পরিসংখ্যানই বলছে দেশজুড়ে চাকরির মন্দা তৈরি হতে পারে। তারই মাঝে চাকরিতে যোগদানের সময় সীমা অনেকটাই পিছিয়ে যেতে চলেছে শিবপুর আইআইইএসটির পড়ুয়াদের। ইতিমধ্যেই ১৫% পড়ুয়া চাকরির অফার পেয়ে গেছেন। যদিও অনেক কর্পোরেট সংস্থার ইন্টারভিউ নিতে আসা বাকিও আছে। তা নিয়েই উৎকণ্ঠায় শিবপুর কর্তৃপক্ষ। মূলত যারা ইতিমধ্যেই অফার লেটার পেয়ে গেছেন তাদের যোগদানের সময়সীমা ন্যূনতম অগাস্ট মাস হয়ে যাবে বলেই আশঙ্কা। তবে যাদের এখনো ইন্টারভিউ হয়নি কর্পোরেট সংস্থাগুলি ইন্টারভিউ নিতে আসবে নাকি তা নিয়ে অবশ্য চিন্তিত শিবপুর কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে রেজিস্টার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন " বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই উৎকণ্ঠায় রয়েছি। অবশ্যই করোনাভাইরাস বিশ্বজুড়েই তার প্রভাব ফেলছে। তবে চাকরি নিয়ে ছাত্রছাত্রীরা অবশ্যই উৎকন্ঠায় তো থাকবেন।" যদিও শিবপুরের তরফে নয়া একাডেমিক ক্যালেন্ডার পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি কর্পোরেট সংস্থাগুলিকে।সোমরাজ বন্দোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, COVID-19, Lockdown