হোম /খবর /কলকাতা /
একদিকে অনশন, অপরদিকে মিছিল! পথে নামলেন মেডিক্যালের ডাক্তারি পড়ুায়ারা

একদিকে অনশন, অপরদিকে মিছিল! পথে নামলেন মেডিক্যালের ডাক্তারি পড়ুায়ারা

মিছিলে যোগ দিতে দেখা গেল বোলান গঙ্গোপাধ্যায় সহ একাধিক বুদ্ধিজীবী এবং চিকিৎসকদের।

  • Share this:

#ওঙ্কার সরকার, কলকাতা: নির্বাচনের দাবিতে এবার পথে নামলেন ডাক্তারি পড়ুায়ারা। আগামী ২২ তারিখ কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নির্বাচনের দাবিতে মিছিল করলেন ডাক্তারি পড়ুয়ারা। মিছিলে যোগ দিতে দেখা গেল বোলান গঙ্গোপাধ্যায় সহ একাধিক বুদ্ধিজীবী এবং চিকিৎসকদের।

এদিন আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হওয়ার কথা থাকলেও, শেষমেষ তা বাতিল হয়।

পড়ুয়াদের বক্তব্য, বৈঠকের জন্য কোনও আমন্ত্রণ তাঁরা পাননি। তাই বৈঠকের কোনও বিষয় সম্পর্কে তাঁরা অবগত নন। আন্দোলনকারী ছাত্রদের আরও বক্তব্য, আলোচনার মাধ্যমেই সমাধান চান তাঁরা। অন্যদিকে, এদিন কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি অঞ্জন অধিকারী জানান, স্বাস্থ্যভবন থেকে কোনও বার্তা না এলে, এ বিষয়ে বলা সম্ভব নয়। তবে ছাত্রদের পাশে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে বলেও জানান তিনি।

একদিকে যখন পড়ুয়াদের অনশন ১২০ ঘণ্টা পেরিয়েছে, ঠিক তখনই কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে মিছিল করলেন ডাক্তারি পড়ুয়ার। অনশন মঞ্চ থেকে শুরু হওয়া মিছিল দেড় কিলোমিটার দূরে স্টেটসম্যান হাউস পর্যন্ত যায়। সেখান থেকে পুনরায় মিছিল ঘুরে কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন ব্লকের অনশন মঞ্চে ফেরত আসে।

আগামী ২২ তারিখ ছাত্র সংসদের নির্বাচনের দাবির পাশাপাশি মোট তিন দফা দাবি নিয়ে এদিন মিছিলে সামিল হন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও। এদিন মিছিলে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয় সহ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পড়ুয়াদেরও।

আরও পড়ুন, 'মর্নিং ওয়াকে গিয়ে বিবৃতি দিই না', দিলীপকেই খোঁচা শুভেন্দুর? অস্বস্তিতে বিজেপি

প্রসঙ্গত, সোমবার অনশনকারী ডাক্তারি পড়ুয়া ঋতম মুখোপাধ্যায় অসুস্থ হওয়ার পর আরও দুজন নতুন করে অনশনে অংশ নেন। ঋতম মুখোপাধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আন্দোলনরত ছাত্রদের দাবি যে অনশন শুরু হয়েছিল অনির্দিষ্টকালের জন্য, সেই অনশন এবার আমরণ হতে চলেছে।

আরও পড়ুন, খুন করা হয়েছে লালনকে, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ স্ত্রীর

আন্দোলনকারী ছাত্রদের তরফে অনিকেত কর জানান, আমাদের মিছিলে আজকে গণতন্ত্রপ্রেমী মানুষদের দেখা গিয়েছে। কলেজ কর্তৃপক্ষ এবার সিদ্ধান্ত নিক ২২ তারিখের নির্বাচন নিয়ে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Doctor, Election, Medical college, Protest, Student, কলকাতা