#কলকাতা: দুপুরের প্রচণ্ড গরমের পর অবশেষে শহরবাসীর মুখে হাসি ফোটানোর মতো পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সন্ধ্যে থেকেই শুরু হয়েছে ঝড় ৷ আগামী দু’ঘণ্টা ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস ৷ পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ৷
হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দুই মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ৷ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ঝড়-বৃষ্টি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipore Weather, Kolkata Weather, Storm forecast, Weather Forecast