#কলকাতা: মামলার জটে আটকে রাজা সুবোধ মল্লিকের ঐতিহ্যবাহী বাড়ি সংস্কারের কাজ। বাড়িটি আপাতত বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। কিন্তু, তা নিয়ে রাজপরিবারের একাংশ সদস্য ও কর্মীদের সঙ্গে মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। দ্বন্দ্বের সেই চোরাস্রোতেই আটকে ঐতিহাসিক ওই বাড়ির সংরক্ষণ।
ইতিহাস জড়িয়ে ওয়েলিংটনের এই বাড়ির সঙ্গে। একদিকে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলন। আরেকদিকে ঋষি অরবিন্দ। ইতিহাসের দুই মাইলস্টোন ছুঁয়ে রয়েছে রাজা সুবোধ মল্লিকের বাড়ির সঙ্গে। এছাড়া, স্বাধীনতা আন্দোলনের নানা উত্থানপতনের সাক্ষী ওই বাড়ি। বর্তমানে তার অবস্থা ভগ্নপ্রায়। কলকাতা পুরসভার তরফে জুটেছে বিপজ্জনক বাড়ির তকমাও। কিন্তু, হেরিটেজ বাড়ি হওয়া সত্ত্বেও কেন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে না ? রাজবাড়ির ‘দ্বন্দ্ব’ - ৭০-এর দশকে ওই বাড়ি তুলে দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাতে - নানা বিষয়ে গবেষণার জন্য নতুন জায়গাও পায় বিশ্ববিদ্যালয় - কিন্তু, তা নিয়ে হাইকোর্টে মামলা করেন রাজপরিবারের সদস্যদের একাংশ ও কর্মীরা - বাড়ি অধিগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়কে এখনও নির্দেশ দেয়নি আদালত - সেই মামলা এখনও চলছে - তার জেরেই আটকে ঐতিহাসিক ওই বাড়ি সংরক্ষণের কাজ - বাড়িটিতে বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মী থাকেন আগামী ৯ ফেব্রুয়ারি রাজা সুবোধ মল্লিকের জন্মদিন। তা মাথায় রেখেই ওই বাড়ি সংরক্ষণের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। বাড়িটি যে ধ্বংসপ্রাপ্ত তা মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়ি সংস্কারের কাজে হাত দিতে নারাজ তারা। আইনি জটেই আপাতত আটকে জীবন্ত ইতিহাস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।