• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • জঙ্গি সন্দেহে এসপ্ল্যানেড থেকে গ্রেফতার মণিপুরে জঙ্গি সংগঠনের নেতা

জঙ্গি সন্দেহে এসপ্ল্যানেড থেকে গ্রেফতার মণিপুরে জঙ্গি সংগঠনের নেতা

Representative Image

Representative Image

 • Share this:

  #কলকাতা: জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেফতার ১ ৷ এসপ্ল্যানেড বাস টার্মিনাস তাকে গ্রেফতার করল এসটিএফ ৷ ধৃতের নাম নেলসন সিং ৷ নেলসন কেসিপি জঙ্গি সংগঠনের অন্যতম কমান্ডার বলে পুলিশ সূত্রে খবর ৷

  পুলিশ সূত্রে খবর, রবিবার সকালেই গ্রেফতার করা হয়েছে নেলসন সিং-কে ৷ মণিপুরে জঙ্গি সংগঠনের নেতা ছিল নেলসন ৷ এর পাশাপাশি কাংলেইপাক জঙ্গি সংগঠনেরও নেতৃত্ব দিত সে ৷

  তবে, গত বছর থেকেই পুলিশের নজরে ছিল নেলসন সিং ৷ গত বছর লেক গার্ডেন্সে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে ৷ নেলসনের নেতৃত্বেই ডাকাতির ঘটনাটি ঘটে ৷ এমনই তথ্য ছিল পুলিশের কাছে ৷ সেই বিষয়টিই ফের খতিয়ে দেখছে পুলিশ ৷

  লেক গার্ডেন্সের ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ সেও মণিপুরি জঙ্গি সংগঠন কাংলেইপাক জঙ্গি সংগঠনের সঙ্গেই যুক্ত ছিল বলে জানা গিয়েছিল ৷

  আরও পড়ুন: রাজ্য জুড়ে বন্ধ ২০ চাকার যান ! বাড়তে পারে আলু, শাক-সবজি এবং মাছের দাম

  কী কারণে কলকাতায় আসে নেলসন ? মণিপুরি জঙ্গি সংগঠনের নেতাদের কী কারণে কলকাতায় যাতায়াত বাড়ছে ৷  সেই বিষয়টি নিয়েও তদন্ত শুরু করছে পুলিশ ৷  পুলিশের প্রাথমিক অনুমান, সংগঠন চালানোর জন্য টাকার প্রয়োজন ৷ সেই কারণেই ডাকাতি করে টাকা হাতানোর চেষ্টা করছে কাংলেইপাক জঙ্গি সংগঠনের সদস্য়রা ৷ তবে, কলকাতাকেই কেন টার্গেট করা হচ্ছে ? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

  First published: