#কলকাতা: শিল্পের সঙ্গে সঙ্গে শিক্ষাতেও সমান জোর দিতে চায় রাজ্য ৷ চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ৫ একর করে জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নতুন ক্যাম্পাস তৈরির জন্য রাজারহাট-নিউটাউন অঞ্চলে নতুন জমি পাবে এই দুই বিশ্ববিদ্যালয় ৷
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনেই মঞ্চ থেকে শোনা গেল ভবিষ্যতের বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা ৷ গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তৃণমূল সরকারের আমলে ৬ বছরে রাজ্যে বিপুল মানুষের কর্মসংস্থান হয়েছে ৷
দীর্ঘদিন ধরে এ রাজ্যে শিল্প পরিবেশ না থাকার অভিযোগ ওঠেছিল ৷ ফলে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ না হওয়ায় তৈরি হয়নি রাজ্যের মানুষের জীবিকা নির্বাহের কোনও ক্ষেত্র ৷ পূর্বতন সরকারের সেই অন্ধযুগ ছেড়ে পরিবর্তনের বাংলা এখন প্রগতিশীল ৷ ৩০ দেশের ৩০০ প্রতিনিধির সামনে পরিবর্তনের বাংলার উন্নয়ন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে তাঁর দাবি, গত ৬ বছরে রাজ্যে কমেছে বেকারত্ব ৷ উপযুক্ত কাজ না পেয়ে রাজ্যের যুবক-যুবতীদের মধ্যে বাংলা ছেড়ে চলে যাওয়ার প্রবণতা কমেছে ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূল সরকারের আমলে রাজ্যে প্রায় ৮১ লক্ষ মানুষের চাকরি হয়েছে ৷
এইদিনই ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ৷ সমাপ্তি বক্তৃতাতেই রাজ্যের শিল্পক্ষেত্রের সঙ্গে শিক্ষাক্ষেত্রেও বিনিয়োগের সুখবর শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Global Business Summit 2018, BGBS 2018, Calcutta University, CM Mamata Banerjee, Jadavpur University