#কলকাতা: পুজোর আগে শহরের বুকে অটো দৌরাত্ম্য কমাতে রাস্তায় নামল পরিবহন দফতর ও কলকাতা পুলিশ । উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট রুটের সমস্ত বেআইনি অটো ও যে সমস্ত অটোর বৈধ কাগজপত্র নেই মূলত সেই অটোগুলিকেই চিহ্নিত করা হয়েছে ।
এদিন বাগুইআটির অটো স্ট্যান্ডে বিভিন্ন বেআইনি অটোর কাগজপত্র পরীক্ষা করে দেখা হয় । এক অটোচালক এয়ারপোর্ট রুটের চালক হওয়া সত্ত্বেও বাগুইআটির অটোর স্ট্যান্ডে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন। কাগজপত্র দেখে তাঁকে সরিয়ে দেওয়া হলে সেই চালক পাল্টা দাবি করেন যে তাদের রুটে বসার জায়গা নেই বলে এখানে এসে বসে আছেন ।
তবে পরিবহণ দফতরের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুজোর আগে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি নির্দেশে ক্রমাগত এই চেকিং চলবে ও অটো দৌরাত্ম্য কমাতে সবরকমের পদক্ষেপ নেওয়া হবে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2018, Kolkata, State Transport Department, অটোর দৌরাত্ম্য, দুর্গাপুজো, শুভেন্দু অধিকারী