SOURAV GUHA
#কলকাতা: শহর জুড়ে কন্টেইনমেন্ট জোনে লকডাউন । কোথাও আবার নিয়ম করে বন্ধ থাকছে বাজার । এর মধ্যে কোথাও কোথাও মাথা গুণে বাজারে ক্রেতাদের ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ । এ দিকে সংক্রমণ কমা তো দুরস্ত তা ক্রমেই কাছের বৃত্তে এসে ধরা দিচ্ছে । এ সব মিলিয়ে কাজ না থাকলে বাড়ির বাইরে বের হতে এক প্রকার ভয়ই পাচ্ছেন সাধারণ মানুষ। তাই শহরবাসী র জন্য এগিয়ে এল রাজ্য পঞ্চায়েত দফতর । পঞ্চায়েতের অধীন "কমপ্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট করপোরেশন" লকডাউন পর্বে মানুষের বাজারের সমস্যা সমাধানে "চলমান বাজার" হাজির করল বাসিন্দাদের দরজায় দরজায় ।
আনুষ্ঠানিক ভাবে শুক্রবার থেকে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে থাকবে এই ভ্রাম্যমান বিপণী । এই বিপনী নিয়ে মন্ত্রী সুব্রত মুখার্জি র প্রতিক্রিয়া, ‘‘এই ভ্রাম্যমান বিপণীতে মাছ, সবজি, চাল, ডাল সহ মুদি দোকানের সব সামগ্রীই পাবেন মানুষ’’ । এই বিপণী গুলি বয়স্ক মানুষদের জন্য হোমডেলিভারির ও ব্যবস্থা করেছে । উত্তর থেকে দক্ষিণ লকডাউন পর্বে বিভিন্ন এলাকা ঘুরবে এই সব গাড়ি গুলো। । বয়স্ক মানুষদের হোম ডেলিভারির সুবিধা দিতে পর্ষদের প্রশাসনিক সচিব, সিনিয়র ডব্লু বি সি এস অফিসার সৌম্যজিৎ দাসের মোবাইল নম্বর এ ফোন করতে পারেন যে কোনও গ্রাহক । সৌম্যজিৎ বাবুর হোয়াটসআপ নম্বর ৯১৬৩১২৩৫৫৬ । পর্ষদের তরফে জানানো হয়েছে, চাল-ডাল থেকে মাছ-মাংস, কেজি প্রতি পনেরো থেকে তিরিশ টাকা কমে পাবেন গ্রাহকরা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।