#কলকাতা: কারগিল দিবসে শহীদদের স্মরণে কবিতা পাঠ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শহীদ তর্পণে তিনি উল্লেখ করেছেন, "যারা সীমান্তে জাগে নিশিদিন/হাসিমুখে দেয় প্রাণ/তারাতো সকলে তোমার আমার ঘরেরই সন্তান/শত্রুর সাথে ওরা নির্ভীক প্রাণে/পাঞ্জা কষে কারগিলে-গালওয়ানে"৷ হিরোদ মল্লিকের লেখা এই কবিতার লাইনগুলিকে গানের আকারে বেঁধে পাঠ করেছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ।
এর আগে লাদাখের ঘটনায় শহীদ ভারতীয় সেনাদের উদ্দেশ্যে তিনি গান গেয়েছিলেন। নিজের বিধানসভা কেন্দ্রের মঞ্চ হোক বা মুখ্যমন্ত্রীর সভা। একাধিকবার গলা ছেড়ে গান গাইতে শোনা গিয়েছে মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়কে। তবে সেটা নিতান্তই অন্য ধরণের গান। এবার সেনাদের উদ্দেশ্যে তিনি গাইছেন দেশাত্মবোধক গান। পাঠ করছেন দেশাত্মবোধক কবিতা। সুজয় গোস্বামীর লেখা ও সুর করা ছিল আগের গানটি৷
দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে এটি বানানো হয়েছিল। রাজীববাবু জানিয়েছেন, "দেশের সীমানা যারা রক্ষা করেন তাদের জন্যেই আমরা রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি। সেনাদের এই আত্মবলিদান আমাদের মনে রাখতে হবে। তাই এই গান ও কবিতা আমি গেয়েছি ও পাঠ করেছি।" দেশাত্মবোধক এই গান রচনা করেছেন রাজীব বাবুর পরিচিত সুজয়। সুজয়কে অবশ্য বিভিন্ন সময় তৃণমূলের নানা প্রচার মূলক গানে দেখা গিয়েছে। এবার তিনি মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্যে হিন্দিতে এই গান লিখে দিয়েছেন। গানের প্রতিটি ছত্রে ছত্রে দেশাত্মবোধক নানা শব্দের উল্লেখ রয়েছে। তেমনি কারগিল দিবসে এই কবিতা লিখে দিয়েছেন হিরোদ মল্লিক।
রাজীব বাবু জানিয়েছেন, "সেনা বাহিনীকে অনুপ্রাণিত করার জন্য আমার এই গান ও কবিতা। সীমান্ত রক্ষা করার কাজ যাদের তাদের ভালো থাকার জন্যে আমাদেরও এগিয়ে আসা উচিত। তাই এই গান ও কবিতা আমাদের।" তবে তিনি মনে করেন নাগরিকদের আরও বেশি সচেতন হওয়া জরুরি। তাহলে সেনাদের প্রতি মানুষের শ্রদ্ধা আরও বাড়বে। তবে শুধু শ্রদ্ধা জানিয়ে গান গাওয়া বা কবিতা পাঠ নয়, প্রয়োজনে তিনি সীমান্তে গিয়ে সেনাদের অনুপ্রানিত করতে গান গাইবেন ও কবিতা পাঠ করবেন বলেও জানিয়েছেন তিনি।
Salute to those who are safeguarding billions of people in our country. Salute to the real Heroes. Here's my humble tribute on #KargilVijayDiwas pic.twitter.com/qTgnCklFRE
— Rajib Banerjee (@RajibBaitc) July 26, 2020
আপাতত ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে শোনা যাচ্ছে এই নতুন ভিডিও সহ কবিতা পাঠটি।মন্ত্রী জানাচ্ছেন শুধু গান গেয়ে বা কবিতা পড়ে ক্ষান্ত হলে চলবে না। তিনি গালওয়ানের দুই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চেয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে একটা ট্রাস্ট চালানো হয়। সেই ট্রাস্ট গালওয়ানে নিহত দুই শহীদ পরিবারের যে বা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দায়িত্ব নেবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kargil Diwas