#কলকাতা: শিক্ষা ও স্বাস্থ্য দফতরে প্রায় হাজার খানেক নতুন নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। সোমবার জানা গিয়েছে এমনটাই ৷ এর আগে মাসের শুরুতে রাজ্য বাজেট পেশের সময়ই শীঘ্রই নতুন কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷অন্যদিকে, দোল ও হোলিকে কেন্দ্র করে আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সমস্ত মন্ত্রীদের নিজের নিজের কেন্দ্রে থাকারও নির্দেশ দেন তিনি। দোল, হোলি কে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Employees Recruitment, Government Employee Recruitment, Vacancy, West Bengal Employee recruitment