#কলকাতা: সরকারি হাসপাতালে বাড়তি নিরাপত্তা বাড়াতে ৩ হাজার ২০০ নিরাপত্তকর্মী নিয়োগ করতে চলেছে সরকার৷ রাজ্যের সব সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে৷
সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ তার জন্যও নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে৷
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের ১০ হাজার টাকা দেওয়া হবে বেতন৷ মোট ৩ হাজার ২০০ কর্মী নিয়োগ করা হবে৷