ABIR GHOSHAL
#কলকাতা: রেল পরিষেবা পুনরায় চালু করতে চেয়ে চিঠি। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে চিঠি। চিঠি দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই চলুক রেল। রাজ্যের সঙ্গে আলোচনা করে চলুক রেল।লোকাল ট্রেন ও মেট্রো চালু করতে চায় রাজ্য।
মহারাষ্ট্র মডেল অনুসরণ করা হবে, নাকি সকলের জন্যেই খুলে দেওয়া হবে রেলের দরজা। এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রেলের অন্দরে। রাজ্য সরকার রেল চালাতে আগ্রহ প্রকাশ করেছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের থেকে চিঠিও পাঠানো হয়েছে রেলে। এ বার কি তাহলে শীঘ্রই খুলবে রেলের দরজা?
রেল পরিষেবা চালু করা হলে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে তা খতিয়ে দেখতে পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেল নিজেদের মতো করে পরিকল্পনা করছে৷ রেলের বিভিন্ন ডিভিশন তাদের ডিভিশনাল আধিকারিকদের নিয়ে বৈঠক করেছে। ট্রেন চালু করতে হলে কী কী ব্যাবস্থা করতে হবে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই মিটিং করল শিয়ালদহ ডিভিশন। তবে রেল বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখনও কোনও নির্দেশ আসেনি বলে জানা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।