হোম /খবর /কলকাতা /
কড়া লকডাউন! রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোন, কলকাতায় কন্টেইনমেন্ট জোন বেড়ে ৩৩

কড়া লকডাউন! রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোন, কলকাতায় কন্টেইনমেন্ট জোন বেড়ে ৩৩

File Image

File Image

কলকাতায় কন্টেইনমেন্ট জোন ছিল ১৮টি৷ বাড়িয়ে ৩৩টি করা হচ্ছে৷ উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ২১৯৷ দক্ষিণ ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ১৫৩৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ৯ জুলাই অর্থাত্‍ আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার৷ ওই দিন বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়ে যাচ্ছে৷ একই সঙ্গে করোনা রুখতে বাড়িয়ে দেওয়া হল কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও৷

কলকাতায় কন্টেইনমেন্ট জোন ছিল ১৮টি৷ বাড়িয়ে ৩৩টি করা হচ্ছে৷ উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ২১৯৷ দক্ষিণ ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হবে ১৫৩৷ হাওড়ায় ১৪৬টি কন্টেইমেন্ট জোন ও হুগলিতে ২৭টি কন্টেইনমেন্ট জোন৷

বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের পরিধিও৷ বাফার জোনকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে৷ কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে৷ পাশাপাশি, প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনও জোরদার প্রচার চালাবে৷

কন্টেইনমেন্ট জোনগুলিতে সম্পূর্ণ লকডাউন চলবে৷ সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ বন্ধ থাকবে সবরকম যান চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে৷ অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে৷ কোনওরকম জমায়েত করা যাবে না৷ কন্টেইনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Containment Zone, Coronavirus, Lockdown