#কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশে সন্ত্রাসের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তারই মধ্যে রাজ্যের শিক্ষকদের নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ৷ পঞ্চায়েতে প্রার্থী হতে পারবে না পার্শ্বশিক্ষকেরা ৷
শুধু পার্শ্বশিক্ষকেরাই নয়, প্যারাটিচার, শিক্ষাবন্ধু সহ গ্রাম রোজগার সেবক, ইউথ ভলান্টিয়ার, এএনএম-১ ও ২, স্কিল্ড টেকনিক্যাল পার্সন (এসটিপি) পদের কর্মীরা কোনভাবেই ভোটের প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ৷ তবে হাইস্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষকেরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন ৷
প্রতিটি জেলায় এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পার্শ্বশিক্ষকেরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Notification For Teachers, Panchayat Election, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election, State Election Commission