#কলকাতা: ভাঙড়, রসপুঞ্জে ও বীরভূমে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ ভাঙড়ে চাষের জমিতে পাওয়ার গ্রিডের কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ-আন্দোলনের মাঝে গুলিবিদ্ধ হয়ে যে দুইজন যুবকের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ অন্যদিকে, রসপুঞ্জে ও বীরভূমে গাড়ি দুর্ঘটনায় মৃতদের পরিবারকেও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে ৷
ভাঙড়ে জমির দাবিতে আন্দোলনের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা ৷ জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই নিরীহ যুবকের ৷ নাম আলমগীর মোল্লা ও মফিজুল আলি খান ৷ এদেরই হতভাগ্য পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য ৷ যদিও কারা গুলি চালিয়েছে সে রহস্যের সমাধান এখনও অধরা ৷ পুলিশের দাবি, গুলি চালিয়েছে বহিরাগতরা ৷ বিক্ষোভকারীদের একাংশ পুলিশের সেই দাবিকে সমর্থন করে জানিয়েছেন, পুলিশের পোশাক পরে গুলি চালায় বহিরাগতরা ৷ তাদেরই গুলিতে মৃত্যু হয়েছে মফিজুল আলি খান ও আলমগীর মোল্লার ৷
অন্যদিকে, রসপুঞ্জ ও বীরভূম দুই জায়গাতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট আটজনের ৷ রসপুঞ্জে স্কুল থেকে বেরিয়ে রাস্তা পেরনোর সময় মদ্যপ শেখ কাল্লোর বেপরোয়া গাড়ির চাকায় পিষে মৃত্যু হয় মা ও তাঁর স্কুল পড়ুয়া ছেলের ৷ গুরুতর জখম হয় আরও ৫ জন ৷ এরপর অভিযুক্তের গ্রেফতারির দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা ৷ জনতা ও পুলিশ খন্ডযুদ্ধে গত দু’দিন ধরে উত্তপ্ত ছিল বিষ্ণুপুরের রসপুঞ্জ ৷
বীরভূমের ইলামবাজারে জয়দেব থেকে বোলপুর যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ জনের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ মিটার এগিয়ে যায় বাসটি ৷
দুর্ঘটনায় রাজ্য সরকারের কোনও দায়িত্ব না থাকলেও মানবিকতার কারণে এই তিন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷