#কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর পর এবার পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক দেওয়া নিয়ে ফের সংঘাত রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে ৷ নির্বাচন পর্যবেক্ষক নিয়ে দু'পক্ষের মধ্য মতবিবাদ চরমে ৷ ৩৪২টি ব্লকের জন্য পর্যবেক্ষক চায় কমিশন। কিন্তু ১৭১ জনের বেশি পর্যবেক্ষক দিতে নারাজ রাজ্য ৷ অর্থাৎ প্রতি দু’টি ব্লক পিছু একজন করে পর্যবেক্ষক নিয়োগ করল রাজ্য সরকার ৷
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যে অশান্তি অব্যহত ৷ কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন ৷ কিন্তু সেই চিঠির যথাযথ উত্তর মেলেনি রাজ্য সরকারের তরফে ৷ কেন্দ্রীয় বাহিনী নিয়েই রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় ৷ এরপর নির্বাচন পর্যবেক্ষক নিয়ে ফের বিবাদ চরমে ওঠে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে ৷ মোট ব্লক ৩৪২ টি ৷ প্রতি ব্লকে পর্যবেক্ষক চায় নির্বাচন কমিশন ৷ কিন্তু নির্বাচন কমিশনের এই দাবি নিয়ে মুখে কুলুপ এঁটেছে রাজ্য সরকার ৷
রাজ্যের শাসক দলের তরফে জানান হয়েছে, ১৭১ জনের বেশি পর্যবেক্ষক দেওয়া যাবে না ৷ অর্থাৎ দু’টো ব্লকের জন্য ১ জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে ৷ ২০ জন আইএএস এবং ১৭০ জন WBCS নিয়োগ করেছে ৷
তবে, কমিশনের চাহিদামত প্রতি জেলার জন্য ১ জন IAS অফিসারকেই পর্যবেক্ষক করে পাঠাচ্ছে রাজ্য। আজই পর্যবেক্ষকরা জেলায় জেলায় যেতে শুরু করেছেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Election observer, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election