• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ঐতিহ্যবাহী স্টার থিয়েটার সংস্কারে উদ্যোগ পুরসভার

ঐতিহ্যবাহী স্টার থিয়েটার সংস্কারে উদ্যোগ পুরসভার

সংস্কারের পাশাপাশি পুজোর মধ্যেই ঐতিহ্যবাহী এই থিয়েটারে চালু হবে স্টার হেরিটেজ লাইব্রেরি।

সংস্কারের পাশাপাশি পুজোর মধ্যেই ঐতিহ্যবাহী এই থিয়েটারে চালু হবে স্টার হেরিটেজ লাইব্রেরি।

সংস্কারের পাশাপাশি পুজোর মধ্যেই ঐতিহ্যবাহী এই থিয়েটারে চালু হবে স্টার হেরিটেজ লাইব্রেরি।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: ঐতিহ্যবাহী স্টার থিয়েটার সংস্কারে উদ্যোগী পুরসভা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে স্টার থিয়েটার। বৃষ্টি হলেই ছাদ চুঁয়ে জল পড়তে থাকে। এবারের ভারী বর্ষায় অবস্থা আরও খারাপ হওয়ায় টনক নড়ে পুরসভার।

  আজ থিয়েটার পরিদর্শনে যান মেয়র পারিষদ অতীন ঘোষ। স্টার থিয়েটার সংস্কারে পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গেও বৈঠক করেন তিনি। পরিদর্শনে এসে তিনি জানান সংস্কারের পাশাপাশি পুজোর মধ্যেই ঐতিহ্যবাহী এই থিয়েটারে চালু হবে স্টার হেরিটেজ লাইব্রেরি। যেখানে ৩০০ বছরের স্টার থিয়েটারের ইতিহাস থাকবে নথি আকারে।

  ঐতিহ্যবাহী স্টার থিয়েটার সংস্কারে উদ্যোগঃ ‘বৃষ্টি হলেই ছাদ চুঁয়ে জল’ ‘স্টার থিয়েটারের বেহাল দশা’ ‘পুর ইঞ্জিনিয়রদের সঙ্গে বৈঠক হয়েছে’ ‘পুজোর মধ্যেই চালু হবে স্টার হেরিটেজ লাইব্রেরি’ স্টার থিয়েটার পরিদর্শন করে বললেন অতীন ঘোষ।

  ২০০৪ সালে স্টার থিয়েটার নতুন করে চালু হয়। সেই সময় পুরসভার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। পুরনো অংশের সঙ্গে নতুন করে স্টার থিয়েটারের নতুন নির্মাণ হয়। ছাদের ওপর তৈরি হয় মুক্েত মঞ্চ। এই দুই নির্মাণের সংযোগকারী অংশ সেখানে বিপত্তি। জোরে বৃষ্টি হলে জল পড়তে শুরু করে। এবারের ভারী বর্ষায় টনক নড়ে পুরসভার। পরিদর্শনে যান মেয়র পারিষদ অতীন ঘোষ। পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন।

  পুজোর মধ্যেই স্টারের  খোলার সমভাবনা স্টার হেরিটেজ লাইব্রেরির। যেখানে ৩০০ বছরের স্টার থিয়েটারের ইতিহাস থাকবে নথি আকারে। হেরিটেজ অংশে অত্যাধুনিক সাউন্ড সিস্টেমও নাটক এবং থিয়েটারের কলাকুশলিরা স্বল্প ব্যয়ে রিহার্সালের সুয়োগ পাবেন।  
  First published: