কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই নজরে রাজ্যের একাধিক কাউন্সিলর। এই কাউন্সিলররাই বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের হয়ে নিয়োগকর্তাদের কাছে সুপারিশ পাঠিয়েছেন। তেমনই তথ্য নাকি সামনে এসেছে সিবিআইয়ের তদন্তে। তদন্তকারী সংস্থার দাবি, এখনও পর্যন্ত এমন ৮০ জনের বেশি কাউন্সিলরের নাম তাঁদের সামনে এসেছে, যাঁরা নিজেদের এলাকার চাকরিপ্রার্থীদের হয়ে সুপারিশ করেছেন। তদন্তে আরও দাবি, কেউ কেউ নাকি এমনও আছেন যাঁরা নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের হয়ে চাকরির জন্য তদবির করেছেন।নিয়োগ দুর্নীতির প্রথম থেকেই জেলাস্তরে কখনও মধ্যস্থতাকারী, কখনও এজেন্টের নাম সামনে এসেছে। এসেছে সুপারিশকারীদের নামও। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে জেলায় জেলায় কাউন্সিলরদের একাংশ সরাসরি নিয়োগ কর্তাদের কাছে সুপারিশ করেছেন তাঁদের ঘনিষ্ঠ চাকরিপ্রার্থীদের জন্য।
আরও পড়ুন: '১০৫ শতাংশ DA দিচ্ছি, এর পর আর কী চাই!', বিধানসভা অধিবেশনে তোপ মমতার
কিন্তু, কী ভাবে এই যোগ সূত্র পেয়েছে সিবিআই? তদন্তকারী সংস্থার দাবি, ইতিমধ্যে একাধিক চাকরিপ্রার্থীর বয়ান রেকর্ড করেছেন গোয়েন্দারা। ওই চাকরিপ্রার্থীদের চাকরি কী ভাবে হয়েছিল? কাকে তাঁরা চাকরি পাইয়ে দেওয়ার জন্য বলেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সুপারিশকারী হিসেবে উঠে এসেছে এই কাউন্সিলরদের নাম। সিবিআইয়ের দাবি, এমন অনেক চাকরিপ্রার্থীর বয়ান রয়েছে, যাঁরা বলেছেন চাকরি পাওয়ার জন্য নিজেদের এলাকার কাউন্সিলরের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন।
এছাড়া গত সপ্তাহে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এসপি সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০০ চাকরিপ্রার্থীর তালিকা ও নথি। যার মধ্যে থেকে মিলেছে জনা কয়েক কাউন্সিলরের চিঠিও। যা অন্যতম প্রমাণ বলে মনে করছে সিবিআই। তবে এই সব কাউন্সিলরদের সঙ্গে কোনও টাকার লেনদেন হয়েছে কি না, তা এখনও স্পষ্ট হয়নি তদন্তে। সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: দারুণ খবর! ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার..
সিবিআই সূত্রে দাবি, এখনও পর্যন্ত ৮০ জনের মতো কাউন্সিলরের নাম তারা পেয়েছে। তবে এই দুর্নীতির শিকড় যা ছড়িয়েছে, তাতে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে সিবিআই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।