#কলকাতা: কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবম এবং দশম শ্রেণিতে শিক্ষক হিসেবে চাকরি পাওয়া অযোগ্য ১৮৩ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ এ দিন সন্ধ্যাতেই কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে৷ শুধু তালিকা প্রকাশ করাই নয়, অযোগ্য ওই প্রার্থীরা কোথায় চাকরি করছেন, জেলা স্কুল পরিদর্শকদের থেকে সেই তথ্য চেয়ে পাঠানোর জন্যও কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বৃহস্পতিবার সকালেই এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেই আদালতে জানানো হয়েছিল, ২০১৬ সালে যোগ্য প্রার্থীদের টপকে ১৮৩ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন৷
আরও পড়ুন: বেসরকারি ল’কলেজ অনুমোদন, পার্থর কাছে মানিকের সুপারিশ বলছে ইডি
ওই ১৮৩ জনের নামের তালিকাই শুক্রবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি৷ কমিশন অবশ্য সন্ধের মধ্যেই সেই তালিকা প্রকাশ করে৷ তালিকায় ওই ১৮৩ জন প্রার্থীর নাম, রোল নম্বর, তাঁরা কোন বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন, সেই সমস্ত তথ্যই রয়েছে৷ দেখা যাচ্ছে, সেখানে সবথেকে বেশি সংখ্যক প্রার্থী চাকরি পেয়েছেন ইংরেজি পড়ানোর জন্য৷ এর পাশাপাশি বাংলা, অঙ্ক, ভুগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, ফিজিক্সের মতো বিষয়ও রয়েছে৷
আরও পড়ুন: অধিকারীদের 'শান্তিকুঞ্জে' হাইকোর্টের 'সুরক্ষা বর্ম'! কাঁথিতে অভিষেকের সভা নিয়ে 'বড়' নির্দেশ আদালতের!
তালিকার উপরে স্পষ্টই লেখা হয়েছে, নবম এবং দশম শ্রেণির জন্য ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট-এ সহকারী শিক্ষক পদে এই প্রার্থীদের ভুল ভাবে নিয়োগ করা হয়েছিল৷ এসএসসি সূত্রে খবর, এই ১৮৩ জন প্রার্থীকে খুঁজে বের করা নিয়ে শুক্রবার কমিশনের দফতরে জরুরি বৈঠক ডাকা হয়েছে৷
আদালতে অবশ্য সিবিআই দাবি করেছে, এসএসসি ১৮৩ জনের কথা বললেও বাস্তবে এর থেকে অনেক বেশি সংখ্যক অযোগ্য প্রার্থীরা শিক্ষক পদে চাকরি পেয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Justice Abhijit Gangopadhyay, SSC, SSC Scam