এখনও পর্যন্ত ১৮৩ নিয়োগ সুপারিশ খুঁজে পেয়েছে খোদ স্কুল সার্ভিস কমিশন। ১৮৩ বেআইনি নিয়োগ সুপারিশ প্রাপকদের তালিকা এসএসসি-কে প্রকাশ করতে নির্দেশ হাই কোর্টের। ২৪ ঘণ্টা (১ ডিসেম্বর ২০২২)-র মধ্যে বেআইনি সুপারিশ প্রাপকদের তালিকা এসএসসি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ৪ ডিসেম্বরের মধ্যে ২ সংবাদমাধ্যমেও বেআইনি ১৮৩ সুপারিশ নিয়ে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ এসএসসি-কে। ''
নিয়োগে সংগঠিত অপরাধ থামানোর পরিবর্তে রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ জোগার করতে। এটা বিস্ময়কর!রাজ্য আসুক আদালতকে সহযোগিতা করুক।'', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির প্রশ্ন, ''১৮৩ বেআইনি সুপারিশ খুঁজে পেয়েছে অথচ তাদের চাকরির সুপারিশ বাতিলের কোনও পদক্ষেপ করেনি কেন?রিপোর্টেও তার কোনও উল্লেখ নেই কেন?'' তিনি ফের প্রশ্ন তোলেন, '' কী ধরনের বেআইনি সুপারিশ খুঁজে পেয়েছে এসএসসি?'' এসএসসি-র আইনজীবী জানান, '' মূলত র্যাঙ্ক জাম্প করে সুপারিশের তথ্য খুঁজে পেয়েছে কমিশন।''
প্রসঙ্গত, ১৮ অক্টোবর ভুয়ো নিয়োগ খুঁজতে বৈঠক ডাকল এসএসসি। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এসএসসি-এর ভুয়ো নিয়োগ নিয়ে বৈঠক ডাকতে হবে৷ সেই নির্দেশ মেনেই এ বার বৈঠক ডাকা হয়। বৈঠকে ছিলেন এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীদের আইনজীবীরা। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও ফিরদৌস সামিম জামান, স্কুল সার্ভিস কমিশনের দেওয়া ভুয়ো নিয়োগ সংখ্যার থেকে অনেক অনেক বেশি সংখ্যা সিবিআই তদন্তে খুঁজে পেয়েছে। প্রকৃত ভুয়ো নিয়োগের সংখ্যা খুঁজে বার করাই সেই বৈঠকের উদ্দেশ্য ছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SSC