• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ২৬ দিনে পড়ল SSC চাকরিপ্রার্থীদের অনশন, রিপোর্ট তলব সিএমও-র

২৬ দিনে পড়ল SSC চাকরিপ্রার্থীদের অনশন, রিপোর্ট তলব সিএমও-র

 • Share this:

  #কলকাতা: নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেনির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাস করেও মিলছে না চাকরি ৷ রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছিলেন এসএসসির কয়েকশো চাকরি প্রার্থীরা ৷ সোমবার এসএসসি চাকরি প্রার্থীদের অনশন ২৬ দিনে পড়ল ৷

  এদিন এই বিষয়ে রিপোর্ট তলব করেছে CMO ৷ এসএসসি ও স্কুল শিক্ষা দফতর থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ৷ এসএসসি চাকরি প্রার্থীদের কী দাবি ও স্কুল শিক্ষা দফতরের এই বিষয়ে কী মন্তব্য তা জানতে চাওয়া হয়েছে ৷ সূত্রের খবর, সিএমও রিপোর্ট চাওয়ার সঙ্গে জরুরি বৈঠক করা হয় দফতরে ৷

  First published: