হোম /খবর /চাকরি /
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! SSC-র আইনকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

SSC || Calcutta High Court: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! স্কুল সার্ভিস কমিশনের আইনকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

SSC || Calcutta High Court: নবম দশমে ১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবিতে মামলা দায়ের করে মামলা আদালতে। এই আইনের বলেই ৭৭৫ জন কর্মরত শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করেছে কমিশন।

  • Share this:

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের আইনের SLST ২০১৬ রুলের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে। নবম দশমে ১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবিতে মামলা দায়ের করে মামলা আদালতে। এই আইনের বলেই ৭৭৫ জন কর্মরত শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করেছে কমিশন।

এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ-সহ সব পক্ষকে হলফনামা আদান - প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী ৩ রা এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৩রা এপ্রিল।

আরও পড়ুন: ১২ রাজ্যে কাঁপিয়ে ভারী বৃষ্টি আগামী ২৪ ঘণ্টায়! ৪ দিন ধরে এলোপাথাড়ি হাওয়া, বজ্রপাতের আশঙ্কা! IMD-র বড় সতর্কতা বাংলাজুড়ে...

প্রসঙ্গত, এই ১৭ নম্বর ধারায় কোনও চাকরিপ্রার্থীর সুপারিশ বাতিল করার ক্ষমতা রয়েছে কমিশনের। আবেদনকারী বা কমিশনের দ্বারা সুপারিশ পত্র দেওয়ার ক্ষেত্রে যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে যে কোনও সময় সুপারিশ পত্র প্রত্যাহার করতে পারে কমিশন। ১৭ নম্বর ধারায় এই ক্ষমতা রয়েছে কমিশনের।

উল্লেখ্য, ২০১৬ সালের নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। হাইকোর্টে সিবিআই দাবি করে নবম-দশমের শিক্ষক নিয়োগে ৯৫২টি OMR শিট বিকৃত করা হয়েছে। অনেকে সাদা খাতা জমা দিলেও, SSC-র সার্ভারে কারও প্রাপ্ত নম্বর ৫০, কারও ৫২, কারও ৫৩। গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ৯৫২ জন চাকরি প্রাপকের মধ্যে ১৩ জন। মামলায় যুক্ত হতে চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন জানান তাঁরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া

গত ৮ ফেব্রুয়ারি, একসপ্তাহের মধ্যে এঁদের সুপারিশ পত্র বাতিল করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে ৯৫২ জনের একাংশ। চলতি মাসের শুরুতে সেই সংক্রান্ত মামলায় নবম-দশমের ৯৫২ জন শিক্ষককে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Calcutta High Court, SSC