#কলকাতা: শনির ইডেনে সপরিবারে শাহরুখ। থাকছে বলিউড ঝাঁক। রবিতে দশ বছরের গালা পার্টি। মুম্বই ডাগআউটে নীতা আম্বানি। সচিনকে নিয়ে ধোঁয়াশা। নেটে বোল্টের বাউন্সারে সূর্যর চোট। ওপেনে ফের গম্ভীর-লিন। রোহিতের হয়ে পিচ দর্শন করলেন মাহেলা।
একদিকে শাহরুখ। অন্যদিকে সচিন, নীতা আম্বানি। ঘরের মাঠে নাইটদের শেষ শো শুরুর আগেই সুপারহিট। স্ত্রী গৌরি, ছেলে আব্রাম ছাড়াও কিংয়ের বক্সে থাকবেন বলিউডি থেকে আগত অন্যান্য গ্ল্যামার কন্যারাও । ইডেনে এখন জোর জল্পনা আজকের ম্যাচে প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসুদেরও কি সঙ্গে নিয়ে আসছেন বলিউড বাদশা?
তবে গ্যালারিতে যতই গ্ল্যামার থাক, মাঠের সমীকরণ সিরিয়াস প্লে-অফের অঙ্কে। গোতিদের টার্গেট প্রথম কোয়ালিফার। ওপেনে নারিন ফাটকায় মোহভঙ্গ। তাই লিনের সঙ্গী স্বয়ং অধিনায়ক। অনুশীলনে ট্রেন্ট বোল্টের বাড়তি ঝাঁঝ। নেটে বাউন্সার মাথায় খেলেন সূর্য যাদব। জেতার জন্য মনস্তাত্ত্বিক চাপের খেলাও চলল সমানে। গোতির চাহিদায় কিউরেটর সুজনকে বাড়তি রোলিংয়ের আবদার নাইট সিইও-র।
পঞ্জাব ম্যাচ হেরে শহরে পৌঁছেই হোটেলে রুমবন্দী মুম্বই ইন্ডিয়ান্স। শুধু পিচ দেখতে শুক্রবার ইডেন-মুখী হয়েছিলেন জয়বর্ধনে। এই মাঠ আবার রোহিতের বরাবরের পয়া। তবে বাড়তি চাপ ডাগআউটে মালকিন নীতা আম্বানির। সচিনের আসা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে খেলায় যাই হোক, রবিবার আইপিএলে দশ পূর্তির কিংসাইজ গালা পার্টি থাকছেই। সেখানে গম্ভীরদের মুখচোখ কেমন থাকবে বলে দেবে শনির ইডেন।