হোম /খবর /কলকাতা /
দূষণ কমাতে শহরে নতুন উদ্যোগ, রাস্তায় জল ছেটাবে মেশিন

দূষণ কমাতে শহরে নতুন উদ্যোগ, রাস্তায় জল ছেটাবে মেশিন

ভবিষ্যতে এমন আরও ৪৫টি গাড়ি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এ বার রাস্তায় জল ছেটাবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে এই জল ছেটানোর কাজ হবে যান্ত্রিক সাহায্যে। এ জন্য ইতিমধ্যেই পাঁচটি গাড়ি এনেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে ভবিষ্যতে এমন আরও ৪৫টি গাড়ি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের।

দূষণ নিয়ন্ত্রণ টর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং পরিবেশ দফতরের সচিব রাজেশ কুমারের উপস্থিতিতে এ দিন ওই পাঁচটি গাড়ির উদ্বোধন করা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, "এই গাড়িগুলিতে জলাধার রয়েছে। ওই জলাধার থেকে মেশিনের মাধ্যমে জলের কণা রাস্তায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। জিপিএসের মাধ্যমে গাড়িগুলির অবস্থান সহজেই নজরদারি করা যায়। প্রতিদিন একশো কিলোমিটার রাস্তায় জল ছিটোতে পারে ওই মেশিন।" প্রতিদিন সকাল সাতটা থেকে চার ঘণ্টা এবং বিকেল তিনটে থেকেও ফের চার ঘণ্টা কাজ করবে মেশিনটি।

শীতকালে শুকনো আবহাওয়ার কারণে মাটি একেবারেই শুকিয়ে যায়। ফলে, রাস্তায় জমে থাকা ধুলো বাতাসে উড়তে শুরু করে। তাতে ক্রমশ বাতাসের দূষণের মাত্রা বেড়ে যায়। রাস্তা ভিজে থাকলে ওই ধুলো আর উড়তে পারে না, বায়ুতে দূষণের মাত্রাও কমে। তার জেরে বিভিন্ন রোগের প্রকোপও বাড়তে শুরু করে। এ বারে ওই বায়ুদূষণ কমাতেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক হয়েছে, নভেম্বর থেকে টানা পরের বছরের মার্চ মাস অবধি দূষণ নিয়ন্ত্রণ জল ছেটানো হবে। তাতে বাঁচবে পরিবেশ। কমবে রোগের প্রকোপ।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Air Pollution, Kolkata, Pollution