• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জের, বেহালা থেকে চালু হচ্ছে স্পেশাল বাস পরিষেবা

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জের, বেহালা থেকে চালু হচ্ছে স্পেশাল বাস পরিষেবা

 • Share this:

  #কলকাতা: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জের। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ। তার জেরে তীব্র যানজটে সকাল থেকে স্তব্ধ দ্বিতীয় হুগলি সেতু। হাতে গোণা বাসে বাদুড়ঝোলা ভিড়। সিজিআর রোড, আলিপুর রোড, দুর্গাপুর ব্রিজ, সাহাপুর রোডে ধীর গতিতে চলছে গাড়ি। অমিল অটো। চরম ভোগান্তিতে অফিসযাত্রী থেকে স্কুলপড়ুয়া ৷

  দিনের ব্যস্ত সময়ে যানজটে স্তব্ধ হয়ে পড়ে টালিগঞ্জ ফাঁড়ি থেকে আলিপুর পেট্রোল পাম্পের দিকে যাওয়ার রাস্তা। বেহালা থেকে ধর্মতলা যেতে দুর্গাপুর ব্রিজের দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়ায় চরমে ওঠে পরিস্থিতি। লাইন দিয়ে দাঁড়িয়ে যায় বাস, অটো,গাড়ি। স্কুলে যেতে গলদঘর্ম পড়ুয়ারা। হেঁটেই গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন অনেকে।

  এর জেরে WBTC স্পেশাল সাটেল বাস পরিষেবা চালু করতে চলেছে ৷ অফিস টাইমে সকালে ও বিকেলে এই বাস পরিষেবা মিলবে ৷ ১৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন পরযন্ত চলবে বাস ৷ সকাল ৮ থেকে ১১ ও বিকেলে ৬ টা থেকে ৯টা পর্যন্ত মিলবে সাটেল বাস ৷ প্রত্যেক ১০ মিনিট অন্তর বাস থাকবে ৷

  First published: