• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সিনেমা হলে পুলিশ পোস্টিং, পদ্মাবতের মুক্তিতে কলকাতায় বাড়তি নিরাপত্তা

সিনেমা হলে পুলিশ পোস্টিং, পদ্মাবতের মুক্তিতে কলকাতায় বাড়তি নিরাপত্তা

Film stills

Film stills

পদ্মাবতের মুক্তি ঘিরে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন কোণায় বিরোধ, বিক্ষোভে মেতেছে করণি সেনারা৷ আমেদাবাদ, মীরটের রাস্তায় চলছে ছবি মুক্তির প্রতিবাদে জ্বলছে আগুন ৷

 • Share this:

  #কলকাতা: পদ্মাবতের মুক্তি ঘিরে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন কোণায় বিরোধ, বিক্ষোভে মেতেছে করণি সেনারা৷ আমেদাবাদ, মীরটের রাস্তায় চলছে ছবি মুক্তির প্রতিবাদে জ্বলছে আগুন ৷ ফরিদাবাদে প্রায় ২৪ জন করণি সেনাকে গ্রেফতার করে পুলিশ ৷ শহরে পদ্মাবত ছবি নিয়ে অশান্তি যাতে না হয় তার দিকে কড়া নজরের ব্যবস্থা কলকাতা পুলিশের৷

  পদ্মাবতের মুক্তিতে কলকাতায় বাড়তি নিরাপত্তা ৷ সিনেমাহলগুলিতে বাড়তি নজরদারি পুলিশের ৷ পুলিশ ডিভিশনগুলিকে সতর্ক থাকতে নির্দেশ ৷ যাদবপুরে পুলিশকে বেশি সতর্ক থাকার নির্দেশ ৷ সতর্ক থাকতে নির্দেশ দিল লালবাজার ৷

  জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সুপ্রতীম সরকার জানালেন, ‘শুধু মাল্টিপ্লেক্স নয়, যে সমস্ত সিঙ্গল স্ক্রিনে পদ্মাবত দেখানো হচ্ছে, সব সিনেমা হলেই থাকবে পুলিশ পোস্টিং ৷ কোনও অশান্তি, বিশৃঙ্খলা সহ্য করা হবে না ৷ কেউ কোনও রকম অশান্তির চেষ্টা করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে !’

  সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবত’ ছবি নিয়ে বিরোধ চলছেই ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে করণি সেনারা লাগাতার বিক্ষোভে নেমেছেন ৷ বুধবার ছবি মুক্তি পাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন কোণায় চলছে প্রতিবাদ বিক্ষোভ ৷ বিক্ষোভ চলছে মীরটে ৷ ভাঙা হয়েছে মীরটের পিভিএস শপিং মলের একাংশও ৷ অন্যদিকে বিক্ষোভের কারণে ফরিদাবাদে প্রায় ২৪ জন করণি সেনাকে গ্রেফতার করে পুলিশ ৷

  পদ্মাবত মুক্তির আগেই ব্যাপক উত্তেজনা ৷ গুজরাতে ও রাজস্থানে সারারাত ধরে চলল পদ্মাবত বিরোধীদের তাণ্ডব ৷ শীর্ষ আদালতের সুপ্রিম অনুমতি CBFC-এর ছাড়পত্র পেলেও সঞ্জয়লীলা বনশালীর তৈরি এই সিনেমার প্রদর্শন নিয়ে এখনও ক্ষুব্ধ কর্ণী সেনা ৷

  পদ্মাবতের মুক্তির প্রতিবাদে আহমেদাবাদে প্রায় ২০০টি গাড়ি ও আটটি দোকানে মঙ্গলবার গভীর রাতে তাণ্ডব চালায় রাজপুতরা ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় ৫০টিরও বেশি গাড়ি, বাইকে ৷ এছাড়া পাঁচটি মাল্টিপ্লেক্সে যেখানে দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা সেখানেও অস্ত্র নিয়ে তাণ্ডব চালায় পদ্মাবত বিরোধীরা ৷

  আহমেদাবাদে পুড়িয়ে দেওয়া হয়েছে বাইক ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর পদ্মাবতের মুক্তিতে সম্মত হয় রাজ্য সরকার। কিন্তু এরপরই শুরু হয় উত্তেজনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে দু’রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজ খতি্য়ে দেখে অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা চলছে ৷

  গুজরাতের মতো পদ্মাবতের মুক্তি নিয়ে উত্তেজনা রয়েছে রাজস্থানেও ৷ পদ্মাবত সিনেমার উপর কোনও নিষেধাজ্ঞা চলবে না এবং সঞ্জয় লীলা বনশালি নির্দেশিত এই ছবিটি সব রাজ্যেই মুক্তি পাবে বলে আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

  First published: