#কলকাতা: বিজেপি-তে যোগ দিয়েই জেড ক্যাটেগরির নিরাপত্তা দাবি করলেন শোভন চট্টোপাধ্যায়৷ বিজেপি নেৃত্বত্বকে তিনি জানিয়েছেন, বিজেপি-তে যোগ দেওয়ার পর নিরপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে৷ নিরাপত্তা তুলে নিতে পারে রাজ্য সরকার৷
রাজ্য সরকার নিরাপত্তা তুলে দিতে পারে বলে আশঙ্কাতেই কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেছেন শোভন৷ নিরাপত্তা নিয়ে শোভনকে আস্বস্ত করেছেন বিজেপি কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও শোভনকে আস্বস্ত করেছেন নাড্ডা৷
১৪ অগাস্ট, বুধবার দিল্লি গিয়ে বিজেপি-তে যোগ দেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তাঁর সঙ্গেই বিজেপি-তে যোগ দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷
আরও ভিডিও: পরিবারে ফিরতে চাননি, কাজও করতে চাননি, শোভনের বিজেপি-যোগে স্ত্রী রত্না কী বলছেন?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।