#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত ডায়মন্ড হারবার৷ সোমবার বিকালে সেই তৃণমূলের 'যুবারজ'-এর লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরেই রোড শো করলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়৷
এদিন শোভন জানিয়ে দিলেন যে, তাঁর পরিশ্রমেই সাংসদ হতে পেরেছেন অভিষেক৷ শোভন ২০১৪ সালে ফিরে গিয়ে বললেন, "একদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে বললেন, শোন কানন (কানন আমার ডাক নাম), অভিষেকের মনোনয়ন জমা দিচ্ছি৷ আমি চাই ও তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করুক৷ কিন্তু ওর দায়িত্ব তোকেই নিতে হবে৷"
তৃণমূলে থাকাকালীন দক্ষিণ ২৪ পরগনা জেলায় দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন শোভন৷ দক্ষিণ চব্বিশ পরগনার এই জেলা তাঁর নখদর্পণে৷ এখনও ডায়মন্ড হারবার বিভিন্ন প্রান্তে শোভনের প্রভাব রয়েছে অল্পবিস্তর৷ সেকারণেই অভিষেকগড়ে শোভনকে পুরোদমে রাজনৈতিক কর্মসূচিতে নামিয়েছে বিজেপি
আমতলা কলোনি মাঠের মঞ্চে দাঁড়িয়ে শোভন জানান যে, তিনি ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনেন কি না বলতে পারবেন না, তবে জানিয়ে দিলেন যে, অভিষেককে সাংসদ করার নেপথ্যে ছিলেন তিনিই৷ শোভন আরও বললেন,"এখানকার মানুষের কাছে গিয়ে অভিষেকের জন্য আমি আবেদন করেছি৷ আজ বুঝতে পারছি, কী করতে চেয়ে, কী করে ফেলেছি! আমি এখানকার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী, বিজেপিকে জিতিয়ে প্রায়শ্চিত্ত করতে চাই৷"
বিজেপি-তে এখন পুরোদস্তুর সক্রিয় শোভন-বৈশাখী৷ কলকাতায় রোড শো-র পর ডায়মন্ড হারবারেও তাঁরা৷ পদ্মশিবির এই জুটিকে কাজে লাগিয়ে কার্যত নির্বাচনে বাজিমাত করতে চাইছে৷ সময়ই বলবে ডায়মন্ড হারবারে গিয়ে বিজেপি-র কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন কী ছাপ ফেলতে পারলেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Baishakhi Banerjee, Sovan Chatterjee