#কলকাতা: রক্তের সম্পর্ককে প্রতিষ্ঠা করতে গিয়েই দলের পুরোন নেতাদের উপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর বিরুদ্ধে এমনই তোপ দাগলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়৷
এ দিন বেলেঘাটায় পদযাত্রা করেন শোভন৷ সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেই তৃণমূলনেত্রীকে আক্রমণ করেন শোভন৷ শোভন বলেন, রক্তের সম্পর্ককে প্রতিষ্ঠা করতে গিয়ে যাঁরা ঘাম,রক্ত, শ্রম দিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছেন, তাঁদেরকেই ধাক্কা মেরে বের করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনে মানুষই তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিয়ে এর জবাব দেবে৷' শোভনের তোপ যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই, তা বলার অপেক্ষা রাখে না৷ বার বারই তৃণমূলনেত্রীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা৷ শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়ের মতো দলত্যাগী তৃণমূল নেতাদের নিশানাতেও রয়েছেন অভিষেক৷
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিমকেও আক্রমণ করেছেন শোভন৷ তিনি বলেন, 'আমি ছেড়ে আসার পর কলকাতা পুরসভার দায়িত্ব যাঁরা নিয়েছেন, নির্বাচন হলে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মানুষই বুঝিয়ে দেবেন তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করেছেন কি না৷'
এক সময় বেহালায় রাজনীতির শেষ কথা ছিলেন শোভন৷ কিন্তু পুরোন দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই বেহালাতেও যাতায়াত কমেছে শোভনের৷ কলকাতার প্রাক্তন মেয়র অবশ্য জানিয়েছেন, নিজের গড়ে ফিরছেন তিনি৷ আগামী ২ ফেব্রুয়ারি বেহালাতে রোড শো করবেন তিনি৷ শোভনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের জবাব দিতেই সব ছেড়ে তিনি চলে এসেছিলেন৷ এবার ফের নিজের গড় দখলে ঝাঁপাচ্ছেন কানন৷