#কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে ৷ গত কয়েক দিন ধরে যে ভ্যাপসা গরম চলছিল, নিম্নচাপের জেরে সেই গরম থেকে রেহাই মিলবে ৷
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ৷ রবিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে হাওয়া অফিস ৷
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ৷ ফলে বাংলা ও ওড়িশা উপকূলে চলবে ভারী বৃষ্টি ৷ উত্তাল সমুদ্রও৷ মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ রবিবারও বৃষ্টি হবে রাজ্যে ৷
২১শে জুলাই সমাবেশে অবশ্য প্রভাব পড়েনি নিম্নচাপের চোখ রাঙানির ৷ ছাতা-রেইনকোটেই হাজার হাজার মানুষ ধর্মতলার সভায় উপস্থিত হচ্ছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Rain, Kolkata Weather, Weather Report, West Bengal Weather