• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ‘‘ স্টার্কের অভাবে ভুগবে অজিরা ’’: সৌরভ

‘‘ স্টার্কের অভাবে ভুগবে অজিরা ’’: সৌরভ

৪৮ ঘণ্টার নাটক শেষে ডিআরএস-গেটে যবনিকা। দুই বোর্ডের সন্ধি। যা দেখে সৌরভের গলায় উঠে এল শাহরুখের ডায়লগ।

৪৮ ঘণ্টার নাটক শেষে ডিআরএস-গেটে যবনিকা। দুই বোর্ডের সন্ধি। যা দেখে সৌরভের গলায় উঠে এল শাহরুখের ডায়লগ।

৪৮ ঘণ্টার নাটক শেষে ডিআরএস-গেটে যবনিকা। দুই বোর্ডের সন্ধি। যা দেখে সৌরভের গলায় উঠে এল শাহরুখের ডায়লগ।

 • Share this:

  #কলকাতা: ৪৮ ঘণ্টার নাটক শেষে ডিআরএস-গেটে যবনিকা। দুই বোর্ডের সন্ধি। যা দেখে সৌরভের গলায় উঠে এল শাহরুখের ডায়লগ। তবে চোটের জন‍্য স্টার্কের সিরিজের বাকি দুটি টেস্ট থেকে ছিটকে যাওয়াকে স্মিথদের জন‍্য ধাক্কা আর কোহলিদের অ‍্যাডভান্টেজ হিসেবেই দেখছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

  মহারাজের গলায় কিং খানের ডায়লগ। স্মিথের ডিআরএস-গেট প্রসঙ্গে ‘ওম শান্তি ওম’-এ শাহরুখের জনপ্রিয় সংলাপই শুক্রবার শোনা গেল সৌরভের গলায়। ৪৮ ঘণ্টার নাটকীয় চাপানউতোর। আইসিসি-তে নালিশ। তারপর দুই বোর্ডের সন্ধি। এক লাইনের ডায়লগেই গোটা ডিআরএস বিতর্ককে অন‍্য মাত্রা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুক্রবারই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শের পর চোটের কবলে পড়ে স্টার্কের ছিটকে যাওয়াকে স্মিথদের জন‍্য বিরাট ধাক্কা আর কোহলিদের অ‍্যাডভান্টেজ হিসেবেই দেখছেন সিএবি প্রেসিডেন্ট।

  সিরিজের মাঝপথে দুই টেস্টেই এমন ঘূর্ণি উইকেট দেখে অবাক সৌরভ। প্রশ্ন উড়ে এল, আপনাদের সময়েও তো ঘরের মাঠে টার্নার হত। প্রশ্ন থামিয়ে সৌরভের সপাটে জবাব, টার্নার হত। তবে আমাদের আমলে বল এত ঘুরতো না। এমন উইকেট হলে কমে যাবে দু’দলের স্কিলের তফাৎ। আরও বেড়ে যাবে টসের গুরুত্ব। কোহলিরা রাঁচি রওনা হওয়ার আগে সৌরভের গলায় যেন অঘোষিত হুঁশিয়ারি।

  First published: