হোম /খবর /কলকাতা /
'আপনার অবদান প্রচুর, এবার শান্তিতে বিশ্রাম নিন', শ্রদ্ধা জানালেন সৌরভ

'আপনার অবদান প্রচুর, এবার শান্তিতে বিশ্রাম নিন', সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা সৌরভের

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ Photo-Twitter

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ Photo-Twitter

অভিনয় জগতের মানুষ হলেও ক্রিকেটে দারুণ আগ্রহ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বয়সের অনেকটা ফারাক৷ কিন্তু দু' জনেই বাঙালির আইকন৷ সৌমিত্র চট্টোপাধ্যায় যদি অভিনয়ের জগতে বাঙালির গৌরব হন তাহলে বাইশ গজে বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে নিজেদের আরও এক আইকনকে হারাল বাঙালি৷

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'আপনার অবদান প্রচুর, এবার শান্তিতে বিশ্রাম নিতে পারবেন৷' প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন সৌরভ৷

অভিনয় জগতের মানুষ হলেও ক্রিকেটে দারুণ আগ্রহ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷ ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই ইডেন গার্ডেন্স-এ প্রচুর খেলা দেখেছেন৷ বেশি ভালবাসতেন টেস্ট ক্রিকেট দেখতে৷

এ দিন বেলা ১২.১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷ অভিনয় জগৎ তো বটেই, বিভিন্নে ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন৷ শোকবার্তায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Soumitra Chatterjee, Sourav Ganguly