হোম /খবর /কলকাতা /
'আমার ছেলে, মা ভয়াবহ অসুস্থ, বাবার শেষ ইচ্ছেটা রাখুন', বার্তা সৌমিত্র কন্যার

'আমার ছেলে, মা ভয়াবহ অসুস্থ, বাবার শেষ ইচ্ছেটা রাখুন', শোকে উদ্বেল জনতাকে বার্তা সৌমিত্র কন্যার

প্রায় ৪০ দিন করোনা নিয়ে বেলভিউতে লড়াই করেছেন সৌমিত্র। লড়াইটা শেষ হল এদিন সকালে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: এক দীর্ঘ কর্মময় পথচলা শেষ হল। রবিবারপ দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ বেলভিউ নার্সিংহোম ঘোষণা করে জানালেনৱ সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। এত বড় এক তারকার মৃত্যু, আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে যাওয়া শোকস্তব্ধ মানুষ হিতাহিত জ্ঞান হারাতে পারেন, তা ভেবেই বেলভিউতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। শোকের মধ্যেই স্থিত, সমাহিত হয়ে করোনার কথা মাথায় রেখে দূর থেকে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানানোর আর্জি জানালেন সৌমিত্র কন্যা পৌলমী বসুও।

পৌলমী এদিন ফেসবুকে লেখেন, 'অত্যন্ত শোর্কাত হদয়ে জানাচ্ছি, আমার প্রিয় মানুষটা, আমার বাবা আজ সকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। পরিবার হিসেবে আমরা বিধ্বস্ত। আপনারা তাঁর আত্মার শান্তি কামনা করুন।'

এর পরেই করোনার কথা মনে করিয়ে দেন পৌলমী। লেখেন, 'আমি সকলকে অনুরোধ করছি এখন কেউ বাড়ি থেকে বেরোবেন না। আমার মা এবং পুত্রের শরীর অত্যন্ত খারাপ। প্লিজ তাঁদের বিপদ বাড়াবেন না। করোনার কথা মাথায় রেখে আমাদের সুরক্ষার জন্য প্রার্থনা করুন। আপনা রা বাবাকে ভালোবেসে থাকলে তাঁর শেষ ইচ্ছেটাও পূরণ করুন। আমি এখন সকলের সঙ্গে যোগাযোগের মতো মানসিক অবস্থায় নেই। একটু ছন্দে ফিরলে আমিই সকলের সঙ্গে যোগাযোগ করব।'

প্রায় ৪০ দিন করোনা নিয়ে বেলভিউতে লড়াই করেছেন সৌমিত্র। প্রস্টেট ক্যান্সারের কারণে ছিল কোমর্বিডিটি। চিকিৎসকরা এই লড়াইয়ে যথাসাধ্য লড়েছেন যাতে আবার ফিরে আসেন প্রিয় অভিনেতা। নানা উত্থানপতনের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি, আশা নিরাশার দোলাচলে ভুগেছে গোটা জাতি। শুক্রবার থেকে তাঁর অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা বুঝে যান, আর আশা নেই প্রিয় অভিনেতার।

Published by:Arka Deb
First published:

Tags: Soumitra Chatterjee