#কলকাতা: শুভেন্দু অধিকারীর সঙ্গেই যাবতীয় আলাপ আলোচনা নিস্ফলা হয়েছে। অনেকেই বলছেন এর পর দলত্যাগ স্রেফ সময়ের অপেক্ষা। তবে হারার আগে হারতে রাজি নন সৌগত রায়, যার ওপর শুভেন্দু অধিকারীর সঙ্গে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছিল। তৃণমূল সাংসদ মানতে চান না দিলীপ ঘোষের বিপর্যয় তত্ত্বও।
এদিন শুভেন্দুর প্রসঙ্গে সৌগত রায় বলেন, শুভেন্দু অধিকারী এখনও দল ছাড়েননি। শিশির অধিকারীর সঙ্গে কথা হয়েছে। শুভেন্দুর মা অসুস্থ। তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলা হবে।
শুভেন্দু মন্ত্রীত্ব ছাড়লেও বিধায়ক পদ ছাড়েননি। এদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে স্বাগত জানিয়ে রেখেছেন আগেভাগে। তাঁর উবাচ, গোটা তৃণমূল দলটাই আগামী এক মাসে ভেঙে পড়বে। রাজ্যসরকারেরই ইস্তফা দেওয়া উচিত। এই মন্তব্যের উত্তরে শ্লেষের সঙ্গে সৌগত রায় বলছেন, দিলীপ ঘোষরা ড্যামেজ কন্ট্রোল বা বিপর্যয় মোকাবিলা বিষয়টি প্রথম শুনছে, একজন মন্ত্রীর ইস্তফায় দলের বিপর্যয় প্রমাণিত হয় না।
তবে তৃণমূল মুখে স্বীকার না করলেও এই ঘটনা দলের অন্দরে যে ছাপ ফেলেছে তাতে সন্দেহ নেই। একই দিনে বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী। এদিকে দল ছাড়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন আরেক বিক্ষুব্ধ বিধায়ক শীলভদ্র দত্ত বলে সূত্র মারফত খবর। এই পরিস্থিতিতে কি শুভেন্দুকে শেষ পর্যন্ত ধরে রাখা যাবে নাকি ধাপে ধাপে সব অলংকারই পরিত্যাগ করবেন শুভেন্দু, হাওয়ায় ঘুরছে প্রশ্ন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari