#কলকাতা: আজ বিজেপির ব্যানারে বর্ধমানের কেতুগ্রামে প্রথম সভা করছেন শুভেন্দু অধিকারী। তিনটেয় তার সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই তৃণমূল প্রশ্ন করল, কেতু্গ্রাম কেন, নন্দীগ্রামে কেন যাচ্ছেন না শুভেন্দু অধিকারী।
এ দিন অমিত শাহর নানা দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল। তৃণমূল ভবনের ওই বৈঠকে শুভেন্দু অধিকারীর কথা আসতেই সৌগত রায় বলেন, শুভেন্দু নন্দীগ্রামে মিটিং করছেন না? ওখানে শহিদের মা ফিরোজা বিবি তাঁর নিন্দা করেছেন সাম্প্রদায়িক শক্তির হাত ধরার কারণে।
প্রসঙ্গত শুভেন্দু অধিকারী নিজের এলাকায় মিছিল করতে পারেন ২৪ ডিসেম্বর। তার আগেই সেই মাটিতে, লড়াইয়ের ময়দানে পা রাখতে চলেছে তৃণমূল ব্রিগেড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।