হোম /খবর /কলকাতা /
নন্দীগ্রামে কেন যাচ্ছেন না শুভেন্দু অধিকারী, তীব্র কটাক্ষ তৃণমূলের

নন্দীগ্রামে কেন যাচ্ছেন না শুভেন্দু অধিকারী, তীব্র কটাক্ষ তৃণমূলের

শুভেন্দুকে তীব্র কটাক্ষ সৌগত রায়ের।

শুভেন্দুকে তীব্র কটাক্ষ সৌগত রায়ের।

তৃণমূল প্রশ্ন করল, কেতু্গ্রাম কেন, নন্দীগ্রামে কেন যাচ্ছেন না শুভেন্দু অধিকারী।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আজ বিজেপির ব্যানারে বর্ধমানের কেতুগ্রামে প্রথম সভা করছেন শুভেন্দু অধিকারী। তিনটেয় তার সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই তৃণমূল প্রশ্ন করল, কেতু্গ্রাম কেন, নন্দীগ্রামে কেন যাচ্ছেন না শুভেন্দু অধিকারী।

এ দিন অমিত শাহর নানা দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল। তৃণমূল ভবনের ওই বৈঠকে শুভেন্দু অধিকারীর কথা আসতেই সৌগত রায় বলেন, শুভেন্দু নন্দীগ্রামে মিটিং করছেন না? ওখানে শহিদের মা ফিরোজা বিবি তাঁর নিন্দা করেছেন সাম্প্রদায়িক শক্তির হাত ধরার কারণে।

পাশাপাশি সৌগত রায় জানান, আগামী কাল অর্থাৎ বুধবারই তৃণমূল সভা করবে কাঁথিতে। সভাস্থলে থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম। শুভেন্দুর গড় বেছে নিচ্ছেন শক্তি প্রদর্শনেই? সৌগত রায় বললেন, শুভেন্দু গড় বলে কিছু আছে তাইই মানি না আমরা।

প্রসঙ্গত শুভেন্দু অধিকারী নিজের এলাকায় মিছিল করতে পারেন ২৪ ডিসেম্বর। তার আগেই সেই মাটিতে, লড়াইয়ের ময়দানে পা রাখতে চলেছে তৃণমূল ব্রিগেড।

Published by:Arka Deb
First published: