সনি নর্ডি জানিয়েছেন, “আমি বাবা হতে চলেছি। আগামী ২৫ ডিসেম্বর আমার সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। প্রভু যিশুর জন্মদিনে আমার সন্তান প্রথম এই পৃথিবীর আলো দেখবে। এর থেকে ভালো খবর আর কীই বা হতে পারে।”
গত ৮ জুলাই দীর্ঘদিনের বান্ধবী কিম্বার্লিকে বিবাহ করেন সনি। বিয়ের কয়েকমাসের মধ্যেই আরও একটা সুখবর পেয়ে গেলেন সনি ও তাঁর পরিবার ৷ আপাতত মুম্বই সিটি এফ সি-র হয়ে আইএসএল খেলতে ব্যস্ত এই হাইতিয়ান স্ট্রাইকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।