#কলকাতা: শুক্রবার আই লিগে লাজং এফসি-র বিরুদ্ধে ফের নামছে মোহনবাগান। তবে ভেন্যু সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন।
শুক্রবার সামনে লাজং। অথচ কোথায় ম্যাচ হবে সেটা জানেন না বাগান কোচ। রবীন্দ্র সরোবর পাওয়া যাবে কি না এখনও বোঝা যাচ্ছে না। বারাসত নিয়েও জটিলতা তুঙ্গে। অদ্ভূত পরিস্থিতিতে ফুটবলারদের ফোকাস ঠিক রাখতে বলেছেন সঞ্জয়। প্রথম এগারো সাজানো শুরু করে দিয়েছেন। জ্বরে কাবু ব্রাজিলীয় স্টপার এডুয়ার্ডো প্র্যাকটিসেই আসতে পারেননি। লাজং ম্যাচে তিনি অনিশ্চিত। তবে অনূর্ধ ২২ কোটা ছাড়া উইনিং কম্বিনেশন বদলানোর সম্ভাবনা কম।
প্রথম ম্যাচে সুযোগ পেয়েই গোল করেছেন বলবন্ত। ওদিকে রিজার্ভ বেঞ্চে রয়েছেন জেজে। হাতে এখন প্রচুর বিকল্প কোচ সঞ্জয়ের। প্রথম দল গড়তে তাঁর অস্বস্তি যে বাড়বে, তাতে সন্দেহ নেই।
এদিকে সনি নর্ডিকে নিয়ে সমর্থকদের প্রতীক্ষার অবসান। বুধবার গভীর রাতেই কলকাতায় চলে এসেছেন সনি। দুবাই হয়ে দীর্ঘ বিমানযাত্রা কাটিয়ে হাইতির তারকা কলকাতায় পা রাখলেন বুধবার। জেট ল্যাগের কারণে ক্লান্ত থাকায় আজ তাঁর অনুশীলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম। লাজং ম্যাচের পর তিনি কাটসুমিদের অনুশীলনে যোগ দেবেন। তবে হাইতির তারকা ফুটবলারকে অনুশীলনে না দেখে ম্যাচ খেলাতে চান না বাগান কোচ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: I-League, Mohun Bagan, Sanjay Sen, Sony Norde, মোহনবাগান