হোম /খবর /কলকাতা /
মমতাকেই গুরুত্ব সনিয়ার, তুলে দিলেন সঞ্চালনার ভার

মমতাকেই গুরুত্ব সনিয়ার, তুলে দিলেন সঞ্চালনার ভার

ভার্চুয়াল বৈঠক পরিচালনার ভার মমতাকেই তুলে দেন সনিয়া৷

ভার্চুয়াল বৈঠক পরিচালনার ভার মমতাকেই তুলে দেন সনিয়া৷

সময় এবং প্রেক্ষাপট বদলালেও একই ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সনিয়া গুরুত্ব দিলেন মমতাকেই। জয়েন্ট, নিট স্থগিত রাখা নিয়ে ডাকা বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠকে সঞ্চালনার ভার তুলে দিলেন তৃণমূল নেত্রীর হাতেই। এই একটি ঘটনা রাজনীতির পাটিগণিতে নতুন সমীকরণ যোগ করবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে এদিনের বৈঠকে মমতাই যে মধ্যমণি তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল। জয়েন্ট নিয়ে ডাকা ভার্চুয়াল বৈঠক কার্যত হয়ে দাঁড়াল কেন্দ্র বিরোধিতার মঞ্চ। বৈঠকে যোগ দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলে উঠলেন 'ডরেঙ্গে ইয়া লড়েঙ্গে'। মমতাও বলে উঠলেন 'লড়েঙ্গে'।

আর এই লড়াইয়ের বার্তাই এদিনের বৈঠকে আরও একবার ছড়িয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যগুলি একযোগে সুপ্রিম কোর্টে আবেদন করুক, ডেপুটেশন দেওয়া হোক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে। মমতার দেওয়া এই প্রস্তাবে সায় দেন সনিয়াও। পাশাপাশি ডেপুটেশন দেওয়ার বিষয়ে সনিয়াকে উদ্যোগী হতে বলেন মমতা।

গত লোকসভা নির্বাচনের আগে  বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগ, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসার পর  বুধবার ফের একমঞ্চে এল বিজেপি বিরোধী দলগুলি। সময় এবং প্রেক্ষাপট বদলালেও একই ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সনিয়ার কাছ থেকে গুরুত্ব পাওয়া। যা রাজনৈতিক মহলে নানা জল্পনা উস্কে দিচ্ছে ।

Sourav Guha

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Sonia Gandhi