#কলকাতা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশকর্মীর। সোনারপুর-রাজপুর রোডে লরির ধাক্কা সোমবার মৃত্যু হয় সোনারপুর থানার এস আইয়ের। মৃত পুলিশকর্মীর নাম রাজেশ দাস।
আজ সকালে বাইকে গড়িয়া থেকে থানার দিকে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বারীন্দ্রপাড়ার কাছে বালি ভর্তি একটি লরিকে ওভারটেক করেন তিনি। সেই সময়ে রাস্তা পের হচ্ছিলেন এক মহিলা। তাঁকে বাঁচাতে জোরে ব্রেক কষলে পিছলে যায় বাইক। রাস্তায় ছিটকে পড়েন রাজেশ। পিছন থেকে আসা লরি তাঁকে পিষে দিয়ে যায়। সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আটক করা হয়েছে লরিটি। চালক পলাতক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Road Accident, Sonarpur, Sonarpur SI died