#কলকাতা: মাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ বরাহনগরের মাতৃমন্দির লেনের ঘটনা ৷ ৭০ বছরের বৃদ্ধা অঞ্জনা চক্রবর্তীকে খুন করার নিজেই প্রতিবেশীদের ডাকেন এনে খুনের কথা স্বীকার করেন তিনি ৷ ধৃত ছেলের নাম প্রদীপ চক্রবর্তী ৷ সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গিয়েছে ৷
বেশ কয়েকবছর আগে স্বামী মারা যায় অঞ্জনা দেবীর ৷ এরপর ছেলের সঙ্গে মাতৃমন্দির লেনের একটি আবাসনে থাকতেন তিনি ৷ ৪০ বছরের প্রদীপ কোনও কাজকর্ম করতেন না বলে জানিয়েছে প্রতিবেশীরা ৷ মাঝেমধ্যেই মা ছেলের মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ বাড়িতেই বেশিরভাগ থাকতেন প্রদীপ ৷ খুব একটা বেরোতেন না ৷
আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, প্রায়ই অঞ্জনা দেবীর ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যেত ৷ অভিযোগ মাকে মাঝেমধ্যেই মারধর করত তার ছেলে ৷
রোজকার মতো মঙ্গলবার সন্ধেবেলায়ও তাদের ঘর থেকে চিৎকার শোনা যায় ৷ কিন্তু নিত্যদিন বাড়িতে ঝামেলা লেগে থাকায় কেউ আর বিশেষ আমল দেননি ৷ এর কিছুক্ষণ পর প্রদীপ নিজেই প্রতিবেশীদের ডেকে জানান যে সে তার মাকে গলা টিপে খুন করেছেন ৷
তাদের ঘরে গিয়ে অঞ্জনা দেবীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রদীপকে গ্রেফতার করেছে ৷ অঞ্জনা দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশের কাছে খুন করার কথা স্বীকার করেছেন প্রদীপ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Murder, Son Murdered Mother, Son Strangulated Mother To Death