Home /News /kolkata /
সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে বাড়িতে আটকে বেড়াতে গেল ছেলে

সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে বাড়িতে আটকে বেড়াতে গেল ছেলে

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে বাড়িতে আটকে বেড়াতে গেল ছেলে

 • Share this:

   #কলকাতা: সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে দোতলার ঘরে আটকে রেখে বাইরে বেড়াতে চলে যায় ছেলে ও বৌমা ৷ তিনদিন ধরে ঘর বন্দী অভুক্ত বৃদ্ধ রবীন্দ্র নাথ রায়। খিদের জ্বালায় অসুস্থ বৃদ্ধের চিৎকার শুনে তাকে উদ্ধার করেন স্থানীয় কাউন্সিলর ও প্রতিবেশীরা ৷ বৃদ্ধ বাবার প্রতি অমানবিকতার এমন দৃষ্টান্ত দেখা গেল গাড়ুলিয়ার রবীন্দ্র পল্লীতে ।

  কোন খাবার না রেখেই দোতলার একটি ঘরে রেখে বেড়াতে চলে যায় ছেলে সমীর রায় ও তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময়, বাড়ির দোতলা থেকে কান্নার আওয়াজ শুনতে পান ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন দাস ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা সরকার। চিৎকার শুনতে পায় এলাকার বাসিন্দারাও।

  বাড়ির গেট বন্ধ থাকায় তড়িঘড়ি মই নিয়ে এসে উপরের ঘরে নিজেই উঠে যান কাউন্সিলর। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার করে নিয়ে আসা হয় রবীন্দ্রনাথবাবুকে। বিগত কয়েকদিন না খেয়ে থাকার ফলে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ স্থানীয়রাই হাসপাতালে ভর্তি করেন তাঁকে ৷ এত সব কিছুর পরেও বৃদ্ধের ছেলে ও বৌমার সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি ৷

  First published:

  Tags: Property, Property Greed, Son locked up his father

  পরবর্তী খবর