হোম /খবর /কলকাতা /
শিবপুরের ব্যবসায়ী খুনের কিনারা! খুনি কে জানলে আঁতকে উঠবেন

শিবপুরের ব্যবসায়ী খুনের কিনারা! খুনি কে জানলে আঁতকে উঠবেন

Representative Image

Representative Image

শিবপুরের কাজীপাড়ার বাড়ির সিঁড়িতেই পিছন থেকে আক্রমণ করা হয় তাঁকে৷

  • Last Updated :
  • Share this:

দেবাশিস চক্রবর্তী, শিবপুর: শিবপুরে ব্যবসায়ী খুনে আটক ব্যবসায়ীর ছেলে আকাশ৷ পুলিশ সূত্রে খবর, সুপারি দিয়ে বাবাকে খুনের ছক কষে ছেলে৷ চাহিদা মতো টাকা না দেওয়ার কারণেই খুনের ছক না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ ? খতিয়ে দেখছে পুলিশ৷ ভাড়াটে খুনি দিয়েই খুন করানো হয় ব্যবসায়ী কে৷ ছেলে  ছাড়াও আটক আরও এক৷

 ঘটনা গতকালের৷ শুক্রবার রাতে কলকাতার চাঁদনী মার্কেটের হার্ডওয়ারের ব্যবসায়ী তায়েব আলিকে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে খুন করা হয়৷ শিবপুরের কাজীপাড়ার বাড়ির সিঁড়িতেই পিছন থেকে আক্রমণ করা হয় তাঁকে৷ আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হলেও শেষ রক্ষা হয়নি৷

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ, বর্ধমানে গ্রেফতার গুণধর ২ ভাই

প্রথমে সন্দেহের তীর ছিল এক আইনজীবীর উপর৷ তবে রহস্যের সন্ধান হতেই চমকে যায় সবাই৷ খুনির কিনারা হলেও খুনের কারণ এখনও জানা যাচ্ছে না৷ নৃশংস এই ঘটনা নাড়িয়ে দিয়েছে এলাকাবাসীকে৷
Published by:Rachana Majumder
First published:

Tags: Murder, Murder Case