• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রয়াত প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শোভা সেন

প্রয়াত প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শোভা সেন

প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী শোভা সেন ৷ রবিবার মুর অ্যাভিনিউয়ের বাড়িতে জীবনাবসান হয় তাঁর ৷

প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী শোভা সেন ৷ রবিবার মুর অ্যাভিনিউয়ের বাড়িতে জীবনাবসান হয় তাঁর ৷

প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী শোভা সেন ৷ রবিবার মুর অ্যাভিনিউয়ের বাড়িতে জীবনাবসান হয় তাঁর ৷

 • Share this:

  #কলকাতা: প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী শোভা সেন ৷ রবিবার মুর অ্যাভিনিউয়ের বাড়িতে জীবনাবসান হয় তাঁর ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ ৷ বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর বলে জানা গিয়েছে ৷

  অভিনেতা উৎপল দত্তের স্ত্রী ছিলেন খ্যাতনামা এই অভিনেত্রী৷ তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘টিনের তলোয়ার’, ‘নবান্ন’ ৷ ‘তিতুমীর’ নাটকেও অভিনয় করেছিলেন ৷ নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন শোভা সেন ৷ উৎপল দত্তের ‘ঝড়’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি ৷ ঋত্বিক ঘটকের অসম্পূর্ণ ছবি ‘বেদেনি’-তে অভিনয় ৷ মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’-এ অভিনয় করেছেন ৷ ২০১০-এ মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি ৷

  প্রথম ১৯৫৫-য়, প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রীরামকৃষ্ণ ছবিতে অভিনয়ে পা রাখেন তিনি ৷ ১৯২৩-এর সেপ্টেম্বরে ফরিদপুরে (এখন বাংলাদেশে) জনম্ হয় এই প্রখ্যাত শিল্পীর ৷

  First published: