#কলকাতা: মেট্রোর বিকল হওয়ার ঘটনা নতুন কিছু নয় ৷ প্রায়ই এমন খবরে এখন অভ্যস্থ শহরবাসী ৷ ফের শুক্রবার অফিসের ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট ৷ এদিন কালীঘাট-যতীন দাস পার্ক স্টেশনের মাঝে একটি রেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ যতীন দাস পার্কে দাঁড়িয়ে পড়ে মেট্রো ৷ আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ আতঙ্কে মেট্রো থেকে নেমে পড়েন যাত্রীরা ৷ ফলে ব্যস্ত সময়ে কালীঘাট থেকে দমদমের মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ অফিস টাইমে মেট্রো বিভ্রাটে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।