• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • কালীঘাট হামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, মিলল সুপারি কিলার যোগ

কালীঘাট হামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, মিলল সুপারি কিলার যোগ

কালীঘাট হামলায় উঠে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য ৷ দিল্লিতে ধৃত দীপক আসলে সুপারি কিলার।

কালীঘাট হামলায় উঠে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য ৷ দিল্লিতে ধৃত দীপক আসলে সুপারি কিলার।

কালীঘাট হামলায় উঠে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য ৷ দিল্লিতে ধৃত দীপক আসলে সুপারি কিলার।

 • Share this:

  #কলকাতা: কালীঘাট হামলায় উঠে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য ৷ দিল্লিতে ধৃত দীপক আসলে সুপারি কিলার। হাওড়ার নিশ্চিন্দায় বাড়ি দীপকের। রোশনলালকে টাকা আনতে পাঠায় সে। কালীঘাটে ব্যবসার অংশীদারের কাছে পাঠায়। টাকা না পেয়ে জৈন দম্পতির ওপর হামলা। হামলা চালায় রোশনলাল। টাকা না পেয়ে ফিরে আসায় রোশনলালকে খুন। লজে খুন করে দীপক সিং।

  কালীঘাট ও হাওড়ার গোলাবাড়ির ঘটনায় সুপারি কিলার যোগ। দিল্লিতে ধৃত দীপক সিং আসলে হাওড়ার সুপারি কিলার। কালীঘাটে জৈন দম্পতির থেকে টাকা আদায়ে রোশনলালের সঙ্গেই যায় দীপক। কিন্তু, তাঁদের ওপর রোশনলালের হামলার ফলে পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ছিল দীপক। তাই রোশনলালকে হাওড়ার পরিচিত একটি লজে এনে খুন করে সে।

  গোয়েন্দা গল্পকেও হার মানায় কালীঘাট ও হাওড়ার গোলাবাড়ির ঘটনা। কালীঘাটে জৈন দম্পতির ওপর হামলা চালায় রোশনলাল। তারপর এসে আশ্রয় নেয় হাওড়ার গোলাবাড়ির লজে। কিন্তু, সেখানে তাকে খুন করল কে? তদন্তে নেমে, গোলাবাড়ির ওই লজের সিসিটিভির ফুটেজই হাতিয়ার হয়ে ওঠে পুলিশের। ফুটেজে, রোশনলাল ছাড়াও আরেকজনকে চিহ্নিত করে পুলিশ। জানা যায়, তার নাম দীপক সিং।

  কে এই দীপক সিং? - দীপক সিং আসলে সুপারি কিলার - হাওড়ার বালির নিশ্চিন্দার তার বাড়ি - তারা মোট পাঁচ ভাই - দীপক ছাড়াও সুনীল ও গণেশ নামেও সে পরিচিত - তার বিরুদ্ধে খুন-সহ একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে

  কিন্তু, রোশনলালের সঙ্গে সুপারি কিলার দীপকের যোগাযোগ কীভাবে?

  রোশনলাল-দীপক যোগ - রোশনলালের সঙ্গে আগেও একাধিক ডিল করে দীপক - নরেন্দ্র জৈনের থেকে টাকা আদায়ে কালীঘাটে যায় দীপক - টাকা না পেয়ে জৈন দম্পতির ওপর হামলা চালায় রোশনলাল - রোশনলালকে ভোজালি সরবরাহ করে দীপকই - দীপককে রোশনলাল ছাড়া আর কেউই চিনত না - তাই, পুলিশে ধরা পড়ার ভয়ে তখনই রোশনলালকে খুনের ছক কষে দীপক - গোলাবাড়ির পরিচিত একটি লজে রোশনলালকে আনে দীপক - সেখানেই তাকে বিষ খাইয়ে করে খুন করে দিল্লি রওনা দেয়

  কিন্তু, এতকিছু করেও নিজের পরিচয় লুকোতে পারেনি দীপক। লজের সিসিটিভির ফুটেজই ধরিয়ে দিল তাকে। কী ভাবে মিলল দীপকের সন্ধান?

  কীভাবে মিলল দীপকের সন্ধান? - হাওড়ার গোলাবাড়ির লজে মেলে রোশনলালের দেহ - সেই লজের সিসিটিভিতেই পাওয়া যায় দীপক সিংয়ের ছবি - তদন্তকারীরা বিভিন্ন স্টেশনে সেই ছবি পাঠিয়ে দেন - হাওড়া স্টেশনেও সেই ছবি নিয়ে চলে তল্লাশি - স্টেশনের সিসিটিভিতে রবিবার সকাল ৮ টা নাগাদ দীপককে দেখা যায় - দিল্লি জিআরপি-র কাছেও দীপকের ছবি পাঠানো হয় - সোমবার সকাল ৬.১৫ নাগাদ পূর্বা এক্সপ্রেস দিল্লি পৌঁছতেই ধরা হয় দীপককে

  রোশনলাল হত্যা রহস্যভেদে দীপকের গ্রেফতার বড়সড় ব্রেক বলেই মানছেন তদন্তকারীরা।

  First published: