• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • কাঠের মণ্ডপে কাঠের প্রতিমা, মণ্ডপসজ্জায় বেলুন চাকি, চিরুণী, খুন্তি

কাঠের মণ্ডপে কাঠের প্রতিমা, মণ্ডপসজ্জায় বেলুন চাকি, চিরুণী, খুন্তি

 রুজি রুটির তাগিদে দিনভরের ব্যস্ততা। ফুরসৎ মিললে তবেই সামাজিকতা। সযত্নে আগলে রাখা জীবনের বিরল কিছু মূহূর্ত। চৌখুপীতে

রুজি রুটির তাগিদে দিনভরের ব্যস্ততা। ফুরসৎ মিললে তবেই সামাজিকতা। সযত্নে আগলে রাখা জীবনের বিরল কিছু মূহূর্ত। চৌখুপীতে

রুজি রুটির তাগিদে দিনভরের ব্যস্ততা। ফুরসৎ মিললে তবেই সামাজিকতা। সযত্নে আগলে রাখা জীবনের বিরল কিছু মূহূর্ত। চৌখুপীতে

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: রুজি রুটির তাগিদে দিনভরের ব্যস্ততা। ফুরসৎ মিললে তবেই সামাজিকতা। সযত্নে আগলে রাখা জীবনের বিরল কিছু মূহূর্ত। চৌখুপীতে ফ্রেমবন্দি সেই মূহূর্ত-ই বিমূর্ত হয়ে উঠছে শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। কাঠের মণ্ডপ জুড়ে বেলুন চাকি, খুন্তি, চিরুণী, ক্যারাম বোর্ডের উপস্থিতি। কাঠের প্রতিমায় এক অন্য আমেজ দক্ষিণ কলকাতার এই বনেদী বারোয়ারিতে।

  জীবন কিছুক্ষণের। জন্ম থেকে মৃত্যু। ফ্রেমবন্দি জীবনের বিভিন্ন মূহূর্ত। বিরল। সযত্নে আগলে রাখা এই মূহূর্তগুলোকে পরে ঘুরিয়ে ফিরিয়ে দেখা। চৌখুপিতে ফ্রেমবন্দি এই মূহূর্তকেই একটু অন্যভাবে সাজিয়ে তুলছেন শিল্পী বিমল সামন্ত।

  সাদার্ণ এভিনিউ থেকে পাঁচ মিনিট হাটলেই শিবমন্দির। বনেদি বারোয়ারির এবার আশিতে পা । বর্ষীয়ান পুজো এবার কিছুটা ভাবগম্ভীর। ভাবে দার্শনিক। প্রতিদিনের জীবনের কিছু রসদ যা এমনিতে নজর এড়িয়ে যায়, তাই অসামান্য হয়ে ধরা দেয় শিল্পীর চোখে। কাঠের ফরম্যাটে তাই দিয়েই মণ্ডপ সাজাচ্ছেন শিল্পী বিমল সামন্ত।

  মণ্ডপ জুড়ে কাঠের বেলুন চাকি, চিরুণী, খুন্তি, ডালের কাঁটা । চৌখুপির মধ্যে সযত্নে রেখে দেওয়া এই জিনিস-ই শিবমন্দিরের এবারের ইউএসপি। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাও কাঠের।

  শিল্পীর কথায়, পিকচার পার্ফেক্ট। মণ্ডপের সিলিং জোড়া বিশাল ক্যারাম বোর্ড। সঙ্গে পঞ্চাশটি কাঠের ঘুঁটি। একটু একটু করে তৈরি হওয়া এই আর্ট ইনস্টলেশন থিমের ভিড়েও নজর টানবে। আশা উদ্যোক্তাদের।

  রিপোর্ট: মোনালিসা রায়ের
  First published: