হোম /খবর /কলকাতা /
কুণালের ২২ লাখের অভিযোগের জবাব দিলেন শতরূপ! বললেন, 'ভুল কথা বলছেন,'

Shatarup Ghosh: কুণালের ২২ লাখের অভিযোগের জবাব দিলেন শতরূপ! বললেন, 'ভুল কথা বলছেন,'

কুণালের ২২ লাখের অভিযোগের জবাব দিলেন শতরূপ

কুণালের ২২ লাখের অভিযোগের জবাব দিলেন শতরূপ

Shatarup Ghosh: সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা তোপ দাগলেন শতরূপ ঘোষ।

  • Share this:

কলকাতা: মঙ্গলবার সকালেই সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা তোপ দাগলেন শতরূপ ঘোষ।

শতরূপ বলেন, "আমার বাবা-মা দুজনেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি করতেন। তাঁর বাবার ফিক্সড ডিপোজিট ২০২৬ সালে ম্যাচিওর হওয়ার কথা ছিল। সাটে ২০২২ সালে ভাঙিয়ে টাকা তোলা হয়। গাড়ির শো রুমে নিয়ম অনুযায়ী প্রথমে ১১ হাজার টাকা জমা দেন। সেখানে তাঁর বাবার আইটি রিটার্ন দেখানো হয়েছে। কুণাল ঘোষকে কটাক্ষ করে শতরূপের জবাব, উনি ভুল কথা বলছেন। রাজ্য সরকারের বিভিন্ন দফতর তো রয়েছেই। পারলে তদন্ত করুক।"

শোরুমের পক্ষ থেকে বলা হয়, সব নিয়ম মেনে করা হয়েছে। শতরূপ ঘোষ প্রথমে অ্যাডভান্সের টাকা দেন। তার পরে গাড়িটি আসতে ৩ মাস সময় লাগে। এর মধ্যে আমরা সেরম ডিসকাউন্ট বলতে কিছু দিইনি।

 

এদিন বেলা এগারোটা বাজতেই তিনি ট্যুইট করে ফের জানিয়েছেন, "এই কি আমাদের পরিচিত শতরূপ? ২০২১ সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন ২০২৩ সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছেন। দাম এবং আনুষঙ্গিক খরচ প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230,গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছে ক্রেতা।"

আরও পড়ুন, নিয়োগ কেলেঙ্কারিতে নাম? 'গলা আমার নয়..' ভাইরাল অডিও ক্লিপ নিয়ে সাফাই বিধায়কের!

আরও পড়ুন, বড় খবর! বাড়ানো হল প্যান-আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা, জানুন বিশদে

কুণাল বলেন, "যদি এই শতরূপ সিপিএমের হন, তাহলে প্রশ্ন-১) হোলটাইমার এত টাকা পেলেন কোথা থেকে? ২) যদি বাবা বা কোনও আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন?  সরাসরি তাঁরা কিনতে পারতেন। ৩) হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি? ৪) হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনছেন, পার্টি জানে? ৫) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের ২২ লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Kunal Ghosh