Home /News /kolkata /
ব্রাত্য বাংলা মাধ্যম! স্কুলে কমছে পড়ুয়া, উদ্বেগে পর্ষদ

ব্রাত্য বাংলা মাধ্যম! স্কুলে কমছে পড়ুয়া, উদ্বেগে পর্ষদ

খালি ক্লাসরুম

খালি ক্লাসরুম

অবস্থা এতটাই সংকটজন যে, কোনও কোনও স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী পাঁচের নীচে নেমে গিয়েছে ৷

 • Share this:

  #কলকাতা: পরিস্থিতির অবনতি ঘটা শুরু হয়েছিল আগেই৷ বর্তমানে প্রায় দুশ্চিন্তার আকার নিচ্ছে ৷ কথা হচ্ছে বাংলা মাধ্যম স্কুলের৷ সন্তানকে গ্লোবাল করে তুলতে মা-বাবারা ছুটছেন ইংরেজি মাধ্যম স্কুলে৷ যার নির্যাস, পড়ুয়া কমছে মাত্রাতিরিক্ত হারে৷

  অবস্থা এতটাই সংকটজন যে, কোনও কোনও স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী পাঁচের নীচে নেমে গিয়েছে ৷ পর্ষদের পরিসংখ্যান বলছে, কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সংখ্যা ৪৫৮৷ এর মধ্যে ১৫২টি স্কুলে গড়ে ২০ বা ২০-র কম মাধ্যমিক পরীক্ষার্থী ৷ ৪৪টি স্কুলে ৫ বা ৫-এর কম মাধ্যমিক পরীক্ষার্থী৷ কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৬৷ বঙ্গবাসী কলেজিয়েট স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী ১ জন৷ কুমার আশুতোষ ইন্সস্টিটিউশনেও ১ জন৷ ফলে উদ্বেগে স্কুল শিক্ষা দপ্তর ও পর্ষদ৷

  প্রধানশিক্ষকরা জানাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রী আনার চেষ্টা চালানো হচ্ছে৷ যাওয়া হচ্ছে ফুটপাথেও৷ কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না৷

  First published:

  Tags: Bengali Medium School, Kolkata School, Madhyamik School

  পরবর্তী খবর