KIFF 2019: প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন শাহরুখ খান

অনুষ্ঠানে রয়েছেন রাখী গুলজার, মহেশ ভাট, কুমার সাহানি, সৌরভ গঙ্গোপাধ্যায়

Bangla Editor | News18 Bangla
Updated:Nov 08, 2019 11:26 PM IST
KIFF 2019: প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন শাহরুখ খান
Bangla Editor | News18 Bangla
Updated:Nov 08, 2019 11:26 PM IST

কলকাতা: শহরে এখনও উৎসবের আমেজ বহাল! সূচিত হল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নেতাজি ইনডোরে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন  রাখী গুলজার, মহেশ ভাট, কুমার সাহানি, সৌরভ গঙ্গোপাধ্যায়।  উদ্বোধনী বক্তৃতায় সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, অসুস্থতার কারণে হাজির থাকতে পারেননি অমিতাভ বচ্চন। তিনি সমগ্র কলকাতাবাসীর পক্ষ থেকে বিগ বির আরোগ্য কামনা করেন।

১৫ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘গুপি গায়েন বাঘা বায়েন’। এ'বছর উৎসবের ২৫তম বর্ষ, আর এবছরই 'গুপি গাইন বাঘা বাইন' -এর ৫০তম বর্ষ পূর্তি, তাই উৎসবের সূচনা হবে এই কালজয়ী ছবির স্ক্রিনিংয়ের মাধ্যমে। এই প্রথমবার থ্রিডিতে দেখানো হবে 'গুগাবাবা'! এ'বছর চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। উৎসবের সিগনেচার টিউন কম্পোজ করেছেন বিক্রম ঘোষ।

উৎসবে দেখানো হবে মোট ৯২ টি শর্ট ফিল্ম ও ৫৭ টি ডকুমেন্টারি । রয়েছে মোট ৭৬টি দেশের ছবি। থ্রিডি ছবিগুলি দেখানো হবে বিজলি ও প্রিয়া সিনেমা হলে। অন্যান্য ছবির স্ক্রিনিং হবে নন্দন ১ ও ২, নবীনা, অজন্তা, অবনী, নজরুল তীর্থ, শিশির মঞ্চ, রবীন্দ্র সন্দন, আইনক্স সিটি সেন্টার সহ আরও বেশকিছু প্রেক্ষাগৃহে।

First published: 05:35:45 PM Nov 08, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर