হোম /খবর /কলকাতা /
চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ ! ১০০ ডায়ালে এল লেক থানার পুলিশ 

চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ ! ১০০ ডায়ালে এল লেক থানার পুলিশ 

তরুণীর অসচেতনতার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেন

  • Share this:

#কলকাতা: সন্ধ্যায় বাসে লোক কম, অনেকগুলো সিট ও ফাঁকা। হটাৎ এক তরুণীর চিৎকার ও কান্না। প্রথমে সবাই ব্যাক্তিগত কারনে মনে করলেও পরে বুঝতে পারেন বাসে থাকা এক যুবকের জন্য এই সমস্যা। অন্য যাত্রীরা বিষয়টি জানতে গেলে তরুণী অভিযোগ করেন পাশে থাকা বছর ৪০-এর সুমিত কুমার জয়সওয়ালের দিকে।তরুণী জানান, প্রতিদিন সন্ধ্যায় ২৪০ রুটের বাসে করে যাদবপুরে যান তিনি। অভিযুক্ত যুবক তরুণী পাশে বসে অশালীন আচরণ করছিলেন।অসুবিধা হওয়ায় তাকে সচেতন করেন তরুণী। যদিও তাতেও কান দেননি সুমিত বলে অভিযোগ। কিছু সময় পরেই প্রিন্স আনোয়ার সাহ রোডে উপর দিয়ে একটি নামী শপিং মলের দিকে বাস যাচ্ছিল তখনই তরুণীর অসচেতনতার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেন।তরুনী রেগে গিয়ে ফোন করেন লালবাজারের কন্ট্রোল রুমে ১০০ ডায়ালের মাধ্যমে। পরে লালবাজার থেকে ফোন যায় লেক থানায়। কর্তব্যরত পুলিশ অফিসার পৌঁছে যান বাসটির সন্ধানে। বাসের নাগাল পেতেই সহ যাত্রীদের মধ্যে থেকে খুঁজে বের করে অভিযুক্ত যুবক সুমিত কুমার জয়সওয়াল। তরুনী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সুমিত। বুধবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। আদালত অভিযুক্তকে এক হাজার টাকা বন্ডে জামিন দেন।

Susovan Bhattacharjee
Published by:Ananya Chakraborty
First published:

Tags: Dial 100, Harassment, Kolkata Police